Home> খেলা
Advertisement

Kylian Mbappe Transfer: 'ছেলে খারাপ নয়, কিন্তু...!' এমবাপের আগামী লিখেই মেসিকে তোপ পিএসজি প্রধানের

Kylian Mbappe transfer agreement reveales PSG president Nasser Al-Khelaifi : কোথায় খেলবেন কিলিয়ান এমবাপে? পিএসজি না রিয়াল মাদ্রিদ? কোটি টাকার প্রশ্নই সবার মুখে। এবার এমবাপের ভবিষ্যৎ নিয়ে চলে এল বিরাট আপডেট

Kylian Mbappe Transfer: 'ছেলে খারাপ নয়, কিন্তু...!' এমবাপের আগামী লিখেই মেসিকে তোপ পিএসজি প্রধানের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) কী করতে চলেছেন, তা একমাত্র তিনিই ভালো বলতে পারবেন। তবে তাঁকে নিয়ে দলবদলের বাজার যে আগুন, তা আর বলার অপেক্ষা রাখে না। বিদেশি মিডিয়ার একাংশের দাবি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সুপারস্টার নাকি রিয়াল মাদ্রিদে (Real Madrid) সই করে দিয়েছেন। কিছু কিছু মিডিয়ার দাবি যে, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে কিছুতেই ছাড়বে না প্যারিস সঁ জঁরম (Paris Saint-Germain F.C, PSG)। পিএসজি-র সঙ্গে এমবাপের ২০২৫ পর্যন্ত চুক্তি।  ২০১৭ সালে এমবাপেকে আনতে ১৮০ মিলিয়ন ইউরো পিএসজি খরচ করেছিল। এবার পিএসজি প্রধান নাসের আল-খেলাইফি (Nasser Al-Khelaifi) জানিয়ে দিলেন যে, তাঁরা এমবাপের সঙ্গে চুক্তি করে ফেলেছে। প্য়ারিসের আরএমসি স্পোর্ট আল-খেলাইফির সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে পিএসজি প্রেসিডেন্ট এমবাপের ভবিষ্য়ৎ জানিয়েছেন। পাশাপাশি লিয়োনেল মেসির (Lionel Messi) উপর জমানো ক্ষোভও উগরে দিয়েছেন।

আরও পড়ুন: CRIME: বাইশ গজ তাঁকে চেনে এক ডাকে, ধর্ষণের দায়ে ৮ বছরের জেল আইপিএল ক্রিকেটারের!

আল-খেলাইফি এমবাপের ভবিষ্যতের প্রসঙ্গে বলেন, 'আমি কিছু লুকোতে চাই না। আমি অবশ্য়ই চাই কিলিয়ান থাকুক, এটা নিশ্চিত ভাবে বলতে পারি। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং কিলিয়ানের সেরা ক্লাব প্যারিস। সে সবকিছুর কেন্দ্রেই আছে। এটা খুব সহজেই বলা যায়। ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এ যেমন অসাধারণ খেলোয়াড় তেমনই দারুণ মানুষ। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের পরে কিলিয়ান আমার সঙ্গে কথা বলে চুক্তির কথা জানায়। ভদ্রলোকের চুক্তিই ওর সঙ্গে হয়েছে। এই মুহূর্তে খুব বেশি আলোচনার জায়গা নেই।

 আজ কিলিয়ানের বয়স ২৫ ও এখনও তরুণ। কিলিয়ান এখনও আমাদের সঙ্গে এবং ফ্রান্স টিমের সঙ্গে অনেক ট্রফি জিততে পারে। বিশ্বের সেরা প্রশিক্ষণ কেন্দ্র, এবং সেরার সেরা কোচও রয়েছে এই ক্লাবে। প্রতি বছর আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলি এবং অনেক দূর পর্যন্ত যাই। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্য়াটে প্রতি দলের মধ্য়ে প্রতিদ্বন্দিতা আরও বেড়েছে। আমরা সবচেয়ে বড় ক্লাবগুলোর সঙ্গে খেলি। ফরাসি লিগও অনেক দূর এগিয়েছে। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। আমি সবাইকে বলব, আমাদের ও কিলিয়ানকে একা ছেড়ে দিন। ওর প্রতি আমার আস্থা আছে। ও কখনই ক্লাবের কোনও ক্ষতি করবে না। আমরা সবাই একই পরিবারের অংশ।'

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে মেসি আসেন প্যারিসে। চুক্তি হয় দু'বছরের জন্য। মেসি সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি আয় করেন এখান থেকে। মেসির কাছে সুযোগ ছিল চুক্তি আরও এক বছর বাড়ানোর। তবে তা আর কার্যকর হয়নি দুই পক্ষের মতামত নিয়েই। না ছিল মেসির থাকার ইচ্ছা। না ছিল প্যারিসের রাখার ইচ্ছা। মেসি এখন খেলেন মেজর লিগ সকারে। তাঁর টিম ইন্টার মায়ামি। মেসির স্মৃতিচারণা করে আল-খেলাইফি বলেন,  'এখন ও নেই, তাই ওকে নিয়ে কথা বলে লাভ নেই। আমার মেসির প্রতি বিরাট সম্মান রয়েছে। কিন্তু কেউ যদি ক্লাব ছাড়ার পর পিএসজি নিয়ে বাজে কথা বলে, তাহলে সেটা মোটেই ভালো নয়। এটা সম্মান জানানো নয়। মেসি ছেলেটা খারাপ নয়, তবে আমি এগুলো পছন্দ করি না। এটা ওর জন্য় নয় সবার জন্য়ই প্রযোজ্য়।' এখন দেখার এমবাপে কী করেন!

আরও পড়ুন: Wasim Akram: 'আপনার স্ত্রী তো বেশ...'! শালীনতার সব সীমা পার ভক্তের, ছিঁড়ে খেলেন আক্রম

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
 

Read More