Home> খেলা
Advertisement

দেশে থাকা পরিবারের জন্য উত্কণ্ঠা নেই! কলকাতায় লকডাউনে আটকে থাকা কোমরণ তুরসনভের

তাই কলকাতায় বসে স্পেনে থাকা প্রিয়জনদের জন্য উৎকণ্ঠায় দিন কাটছে মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেডের।

দেশে থাকা পরিবারের জন্য উত্কণ্ঠা নেই! কলকাতায় লকডাউনে আটকে থাকা কোমরণ তুরসনভের

নিজস্ব প্রতিবেদন: আই লিগের ফয়সালা এখনও হয়নি। তাই কলকাতাতেই আটকে মোহনবাগানের স্প্যানিশ তারকা ফ্রান গঞ্জালেস কিংবা জোসেবা বেইতিয়ারা। বিশ্বের অন্যান্য দেশের মতো স্পেনেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস।  তাই কলকাতায় বসে স্পেনে থাকা প্রিয়জনদের জন্য উৎকণ্ঠায় দিন কাটছে মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেডের।


এদিকে পরিস্থিতি একটু আলাদা সবুজ মেরুনের তাজিকিস্তানের ফুটবলার কোমরন তুরসনভের।  কেননা কোমরনের দেশে এখনও থাবা বসাতে পারেনি মারণ ভাইরাস। তাই গোটা বিশ্ব যখন লকডাউনে তখন জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক তাজিকিস্তানে। দর্শকশূন্য স্টেডিয়ামে তাজিকিস্তান লিগের খেলাও চলছে।  


শুধু আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ এশিয়ার এই দেশে। ফলে শহরে লকডাউনে বন্দি থাকলেও দেশে থাকা পরিবারের সদস্যদের নিয়ে অন্তত কোন উৎকণ্ঠা নেই কোমরনের। চলতি সপ্তাহেই আই লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে এআইএফএফ। তারপর ভারতে বিমান চলাচল শুরু হলেই দেশে ফিরে যাবেন সবুজ-মেরুনের এই বিদেশি।

 

আরও পড়ুন - বেজিং অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়ার ছবি দিয়ে 'সোশ্যাল ডিসটেনসিং' শেখালেন বোল্ট

Read More