Home> খেলা
Advertisement

রিসেপশনে একমাত্র ফ্যান সেনানায়কে-কে নিমন্ত্রণ বিরাটের

নবদম্পতি তো বটেই, বিরাটের রিসেপশনে সেনানায়কের সঙ্গে একই ফ্রেমে নিজেদের ক্যামেরা বন্দি করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বিরাট ভক্তের সঙ্গে ছবি তুলে রাখলেন ভারতীয় তারকা ভুবনেশ্বর, বুমরাহ এবং জাদেজাও।

রিসেপশনে একমাত্র ফ্যান সেনানায়কে-কে নিমন্ত্রণ বিরাটের

নিজস্ব প্রতিবেদন: সচিনের সুধীর থাকলে বিরাটেরও যে আছে একটা সেনানায়কে। ২০০৭ সালে বিরাট তখন ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক। ক্রিকেট বিশ্বকাপেই তরুণ বিরাটের সঙ্গে প্রথম দেখা শ্রীলঙ্কার সেনানায়কের। এরপর এক দশকের ক্রিকেটীয় উত্থানে বিরাটের সবসময়ের ফ্যান ছিলেন পড়শি দেশের বাসিন্দা গায়ান সেনানায়কে। 

দেশের জন্য নীল হলুদ জার্সি গায়ে চাপিয়েও সেনানায়কের মনে মনে চলেছে বিরাট বন্দনা। দেশ জিতুক, বিরাট রান করুক, এমন দ্বন্দে নাজেহাল হতে হয়েছে বারবার। সেনানায়কের মনে দল হারার দুঃখের মধ্যেই বসন্ত এনেছে বিরাটের ব্যাটিং। ভারত অধিনায়কও শতরানের তৃপ্তিতে ব্যাট ছুঁড়ে দিয়েছেন বারেবারে। দিন যত এগিয়েছে, সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এবার নিজের রিসেপশনে এই বিদেশি ফ্যানকে নিমন্ত্রণ করে গোটা বিশ্বকে চমকে দিলেন চিকু, তৈরি করলেন তারকা আর ফ্যানের নতুন সংজ্ঞাও।

আরও পড়ুন- স্ত্রী চেতনাকে নিয়ে বিরুষ্কার রিসেপশনে স্যার কুম্বলে

কোহলি তখনও 'বিরাট' হননি, সেদিন থেকেই চিকুকে নিজের মনের মণিকোঠার আসনে বসিয়েছেন এই শ্রীলঙ্কার তরুণ। বিরাটের ব্যাটে রান আসুক আর নাই বা আসুক, সেনানায়কের রাজা সর্বদাই থেকেছেন ভারত অধিনায়ক। সম্মান এবং শ্রদ্ধাও একচুলও খামতি রাখেননি তিনি। বিরাট কোহলির ভালবাসায় তাই এভারেস্ট জয়ের উচ্ছ্বাস সেনানায়কের মনে। 

আরও পড়ুন- বিরুষ্কার রিসেপশনে তারার মেলা, দেখুন ছবিতে

নবদম্পতি তো বটেই, বিরাটের রিসেপশনে সেনানায়কের সঙ্গে একই ফ্রেমে নিজেদের ক্যামেরা বন্দি করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বিরাট ভক্তের সঙ্গে ছবি তুলে রাখলেন ভারতীয় তারকা ভুবনেশ্বর, বুমরাহ এবং জাদেজাও।

Read More