Home> খেলা
Advertisement

সেঞ্চুরিই শুধু নয়, রেকর্ডও গড়লেন জয়ন্ত যাদব!

  টেস্ট কেরিয়ারের প্রথম শতরান পেলেন ভারতের অফ স্পিনার জয়ন্ত যাদব। সাড়া জাগিয়ে শুরু করেছিলেন টেস্ট ক্রিকেট। অধিনায়ক বিরাট কোহলিও তাকে ভবিষ্যতের অলরাউন্ডার হিসেবে ভাবতে শুরু করেছেন। সেই জয়ন্ত যাদব অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে মুম্বই টেস্টে গড়লেন নয়া রেকর্ড। নয় নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ভারতীয় হিসেবে শতরান করার নজির ওয়াংখেড়েতে গড়ে ফেললেন জয়ন্ত।

সেঞ্চুরিই শুধু নয়, রেকর্ডও গড়লেন জয়ন্ত যাদব!

ওয়েব ডেস্ক:  টেস্ট কেরিয়ারের প্রথম শতরান পেলেন ভারতের অফ স্পিনার জয়ন্ত যাদব। সাড়া জাগিয়ে শুরু করেছিলেন টেস্ট ক্রিকেট। অধিনায়ক বিরাট কোহলিও তাকে ভবিষ্যতের অলরাউন্ডার হিসেবে ভাবতে শুরু করেছেন। সেই জয়ন্ত যাদব অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে মুম্বই টেস্টে গড়লেন নয়া রেকর্ড। নয় নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ভারতীয় হিসেবে শতরান করার নজির ওয়াংখেড়েতে গড়ে ফেললেন জয়ন্ত।

আরও পড়ুন গ্রেটার কৈলাসের একটি ল ফার্ম থেকে উদ্ধার হল সাড়ে ১৩ কোটির নোট!

পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অষ্টম উইকেটের জুটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের রেকর্ডও গড়লেন। অষ্টম উইকেটে এতদিন ইডেনে আজহার-কুম্বলের গড়া একশো একষট্টি রান ছিল ভারতীয়দের মধ্যে সর্বাধিক। দুশো একচল্লিশ রান তুলে জয়ন্ত-কোহলি জুটি কোচ কুম্বলের সামনেই সেই রেকর্ড ভেঙে দিলেন। একশো চার রান করে জয়ন্ত আউট হন।

আরও পড়ুন  বিরাটের ডাবল সেঞ্চুরি, জয়ন্তের সেঞ্চুরির দাপটে কালই সিরিজ জিততে চলেছে ভারত

Read More