Home> খেলা
Advertisement

Jay Shah | BCCI: বাধ্য হয়েই বিসিসিআই ছাড়ছেন জয় শাহ, বিশ্বকাপ জেতার পরেই এমন কোন পরিস্থিতি এল?

  Jay Shah Going To Leave BCCI Soon: বাধ্য হয়েই বিসিসিআই ছাড়ছেন সচিব জয় শাহ। বিশ্বকাপ জেতার পরেই চল এল এমন পরিস্থিতি। চলে এল বড় ব্রেকিং

Jay Shah | BCCI: বাধ্য হয়েই বিসিসিআই ছাড়ছেন জয় শাহ, বিশ্বকাপ জেতার পরেই এমন কোন পরিস্থিতি এল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে বড় খবর। বিসিসিআই ছাড়তে পারেন জয় শাহ (Jay Shah)! হ্য়াঁ, ঠিকই পড়লেন। আগামী নভেম্বর রয়েছে আইসিসি-র নির্বাচন। বিগত চার বছর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মাথায় রয়েছেন গ্রেগ বার্কলে (Greg Barclay)। যদিও আইসিসি-র চেয়ারম্য়ান পদে তাঁর আরও এক বছর পদে থাকার আইনত অধিকার রয়েছে। শোনা যাচ্ছে যে, বিসিসিআই সচিব জয় নাকি ভীষণ ভাবে বার্কলের জুতোয় পা গলানোর দৌড়ে রয়েছেন। বরাবরই জয় আইসিসি-তে নিজের প্রশাসনিক দক্ষতা দেখাতে চেয়েছেন। জয় যদি আইসিসি-র চেয়ারম্য়ান পদে আসতে পারেন, তাহলে তিনি আইসিসি-র ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রশাসক হিসেবে সেই দায়িত্ব পাবেন।

আরও পড়ুন:  'চ্যাম্পিয়ন হতেই হবে'! রোহিত রাজত্বের অবসান? শাহ-ই ভিডিয়োতে বিরাট ব্রেকিং

চলতি মাসেই কলম্বোয় আইসিসি-র বার্ষিক বৈঠক রয়েছে। সেখানেই পরবর্তী নির্বাচনের দিনক্ষণ স্থির হয়ে যাবে। জয় নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কিনা, সে বিষয়ে মন্তব্য করেননি। তবে খবর রয়েছে যে, তিনি আইসিসির কার্যপ্রণালীতে পরিবর্তন আনতে মরিয়া। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সম্প্রতি হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বিতর্কের পরে। সেই ২০০৯ থেকে জয় ক্রিকেট প্রশাসনে। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন। ২০১৫ সালে জয় বিসিসিআই-তে আসেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে হন বোর্ড সচিব। আইসিসি চেয়ারম্য়ান পদে কিছু পরিবর্তন আনতে চলেছে। নতুন যিনি দায়িত্বে আসবেন তিনি তিন বছরের জন্য় দায়িত্ব সামলাবেন। তবে পুণরায় নির্বাচিত হতে পারেন একবার। আগে যা দু'বার ছিল।
 
সম্প্রতি জয়ের কাজের ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেছেন, 'অনেকে জয় শাহের সমালোচনা করে, তার অবদান ভুলে পিতার রাজনৈতিক অবস্থানের দিকেই মানুষের নজর। জয় উমেন্স প্রিমিয়র লিগ এনেছে। পুরুষ ও মহিলা দলের পারিশ্রমিকে আর কোনও বিভেদ রাখেননি। আইপিএল প্লেয়ারদের ফিজ বাড়িয়েছে। ইনসেনটিভ বাড়ানোও রয়েছে। জয় যা করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে দুর্ঘটনাক্রমে অনেকে ওকে পলিটিকাল অ্য়াজেন্ডার জন্য় কৃতিত্ব দিতে চায় না।' সানি বুঝিয়ে দিয়েছেন যে, জয় ঠিক কী কী করেছেন দায়িত্ব নিয়ে।

আরও পড়ুন: কোলাঘাট থেকে বার্বাডোজ, বিশ্বকাপজায়ী দলের একমাত্র বাঙালি, চেনেন দয়ানন্দকে?


 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More