Home> খেলা
Advertisement

স্টিফেন কনস্ট্যানটাইন জমানায় কি শনিবারই শেষ ম্যাচ খেলে ফেলল ভারত?

স্টিফেন কনস্ট্যানটাইন জমানায় কি শনিবারই শেষ ম্যাচ খেলে ফেলল ভারত?পুয়ার্তো রিকোর বিরুদ্ধে ব্লু ব্রিগেডের বড় জয়ের পরও এই প্রশ্ন উঠছে। চলতি বছরে ভারতের আর কোনও ম্যাচ খেলার সম্ভাবনাই নেই। অক্টোবরে ফিফা ফ্রেন্ডলির দিন থাকলেও সেই সময় চলবে আইএসএল। ফ্রাঞ্চাইজি লিগের রমরমায় জাতীয় দল ব্রাত্যই থেকেই যাবে বলে জানা যাচ্ছে। সূচি অনুযায়ী ভারতের পরবর্তী ম্যাচ সামনের বছর মার্চে। অথচ ফেব্রুয়ারিতেই ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কনস্ট্যানটাইনের। সাহেব কোচকে নতুন প্রস্তাব দেওয়া নিয়ে আপাতত কোনও সিদ্ধান্তে পৌছতে পারেননি ফেডারেশন কর্তারা। গত বছর জাতীয় দল যখন খারাপ ফল করছিল সেই সময় কনস্ট্যানটইনকে সরিয়ে দেওয়া ভাবনা চিন্তা শুরু করেছিলেন ফেডারেশন কর্তারা। শেষ কিছু মাসে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সাফ কাপ জেতার পাশাপাশি এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে খেলবেন সুনীলরা।

 স্টিফেন কনস্ট্যানটাইন জমানায় কি শনিবারই শেষ ম্যাচ খেলে ফেলল ভারত?

ওয়েব ডেস্ক: স্টিফেন কনস্ট্যানটাইন জমানায় কি শনিবারই শেষ ম্যাচ খেলে ফেলল ভারত?পুয়ার্তো রিকোর বিরুদ্ধে ব্লু ব্রিগেডের বড় জয়ের পরও এই প্রশ্ন উঠছে। চলতি বছরে ভারতের আর কোনও ম্যাচ খেলার সম্ভাবনাই নেই। অক্টোবরে ফিফা ফ্রেন্ডলির দিন থাকলেও সেই সময় চলবে আইএসএল। ফ্রাঞ্চাইজি লিগের রমরমায় জাতীয় দল ব্রাত্যই থেকেই যাবে বলে জানা যাচ্ছে। সূচি অনুযায়ী ভারতের পরবর্তী ম্যাচ সামনের বছর মার্চে। অথচ ফেব্রুয়ারিতেই ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কনস্ট্যানটাইনের। সাহেব কোচকে নতুন প্রস্তাব দেওয়া নিয়ে আপাতত কোনও সিদ্ধান্তে পৌছতে পারেননি ফেডারেশন কর্তারা। গত বছর জাতীয় দল যখন খারাপ ফল করছিল সেই সময় কনস্ট্যানটইনকে সরিয়ে দেওয়া ভাবনা চিন্তা শুরু করেছিলেন ফেডারেশন কর্তারা। শেষ কিছু মাসে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সাফ কাপ জেতার পাশাপাশি এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে খেলবেন সুনীলরা।

আরও পড়ুন দেশের সবথেকে রোম্যান্টিক ঋষিমুনি, অপ্সরা ধ্যান কী ভাঙাবে, উর্বশীরাই তাঁর প্রেমে পাগল!

শনিবার ফিফার র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ ওপরে থাকা পুয়র্তো রিকোকে হারিয়েছে ভারত।কনস্ট্যানটাইন জমানায় মোট তিরিশজন ফুটবলারের অভিষেক হয়েছে জাতীয় দলে। নাম না দেখে তরুণ ফুটবলারদের খেলানোর সাহস দেখিয়েছেন সুনীলদের হেড স্যার। ফেডারেশনের অনেকেই মনে করছেন জাতীয় দল নিয়ে ঠিক পথে এগোচ্ছেন স্টিফেন। তাই তার চুক্তি বাড়ানো উচিত। তবে স্টিফেনকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অ্যাশলে ওয়েস্টউড। বেঙ্গালুরু এফসি প্রাক্তন কোচ নিজে থেকেই ভারতের কোচ হওয়ার ইচ্ছপ্রকাশ করেছেন। যোগাযোগ করেছেন প্রফুল প্যাটেল,বাইচুং ভুটিয়ার সঙ্গে। তাই আগামী কয়েক মাসে স্টিফেন বনাম ওয়েস্টউড দ্বৈরথ জমে যেতে পারে।

আরও পড়ুন  বিশ্বের সবথেকে বড় ১০ ব্রিজ

 

Read More