Home> খেলা
Advertisement

IPL 2022: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট নয়, Kagiso Rabada-দের পছন্দ ক্রোড়পতি লিগ

দক্ষিণ আফ্রিকা টেস্ট ও একদিনের দলের মোট ১১ জন আইপিএল-এর বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন রাবাদা, এনগিডি, ম্যাক্রো জ্যানসেন, আইডেন মার্করাম, কুইন্টন ডি কক।   

IPL 2022: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট নয়, Kagiso Rabada-দের পছন্দ ক্রোড়পতি লিগ

নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ নয়, বরং আইপিএল খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ক্রোড়পতি লিগ। অন্যদিকে টাইগার্সদের বিরুদ্ধে ৩১ মার্চ থেকে টেস্ট সিরিজ খেলতে নামছে প্রোটিয়াসরা। সেই সিরিজে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, আনরিখ নোকিয়া, ডেভিড মিলারদের মতো তারকাদের খেলার সম্ভাবনা খুবই কম। তবে তিনটি এক দিনের ম্যাচের সিরিজে খেলবেন তাঁরা।

দক্ষিণ আফ্রিকা টেস্ট ও একদিনের দলের মোট ১১ জন আইপিএল-এর বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন রাবাদা, এনগিডি, ম্যাক্রো জ্যানসেন, আইডেন মার্করাম, কুইন্টন ডি কক। 

যদিও দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগার আইপিএল খেলাকে মোটেও ভালভাবে নিচ্ছেন না। তাই আইপিএল খেলতে ইচ্ছুক সতীর্থদের কটাক্ষ করে তিনি বলেছিলেন, "আনুগত্যের লিটমাস পরীক্ষা।" তবে দক্ষিণ আফ্রিকা বোর্ডও শেষ পর্যন্ত রাবাডাদের আইপিএল খেলার ইচ্ছাটাকেই প্রাধান্য দিচ্ছে। এমনটাই মনে করছে ক্রিকেট মহল। 

আরও পড়ুন: ICC Women’s World Cup, INDWvsENGW : Jhulan Goswami-এর নজিরের দিনেও লজ্জাজনক ভাবে হারল Team India

আরও পড়ুন: চার নম্বরে Jasprit Bumrah, আরও পিছিয়ে গেলেন ফর্ম হারানো Virat Kohli

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More