Home> খেলা
Advertisement

অনন্য T20 রেকর্ড: MS Dhoni করেছিলেন অনেক আগেই! এবার Rahul Tewatia

এমএস ধোনির (MS Dhoni) অনন্য নজির স্পর্শ করলেন রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia)

অনন্য T20 রেকর্ড: MS Dhoni করেছিলেন অনেক আগেই! এবার Rahul Tewatia

নিজস্ব প্রতিবেদন: রাহুল তেওয়াটিয়ার (Rahul Tewatia) অবিশ্বাস্য ইনিংস নিয়ে আলোচনা চলছে সর্বত্র। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে গুজরাত টাইটান্স (Gujarat Titans) তারকা শেষ দুই বলে জোড়া ছক্কা হাঁকিয়ে দলকে শেষ বলের থ্রিলারে অবিশ্বাস্য জয় এনে দেন। শেষ ওভারের শেষ দুই বলে পরপর ছয় মেরে অনন্য টি-২০ রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন হরিয়ানার বছর আঠাশের অলরাউন্ডার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে (বল-বাই-বল পরিসংখ্যান যা পাওয়া গিয়েছে তার ভিত্তিতে) এই নিয়ে চতুর্থবার এমনটা হয়েছে, যেখানে শেষ ২ বলে ১২ রান করে ম্যাচ জেতার নজির রয়েছে।

আজ থেকে ঠিক ছয় বছর আগে আইপিএলে ( IPL 2016) ঠিক এমনটাই ঘটেছিল। সেবার কীর্তিমানের নাম ছিল কিংবদন্তি এমএস ধোনি (MS Dhoni)। এই পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেই ধোনি রাইজিং পুণে সুপারজায়েন্টসের (Rising Pune Supergiants) জার্সিতে জ্বলে উঠেছিলেন। সেবার অক্ষর প্যাটেলের (Axar Patel) ওভারে শেষ দুই বলে পরপর ছক্কা হাঁকিয়ে ছিলেন মাহি। চ্যাম্পিয়ন্স লিগ ২০১৪-তে মিচেল মার্শ ঠিক এভাবে রবার্টা ফ্রিলিঙ্কের ওভারের অন্তিম দুই বলে ১২ রান নিয়ে ম্যাচ জিতিয়ে ছিলেন। কুড়ি ওভারের সংস্করণে সেবারই প্রথম এই ঘটনা ঘটেছিল। লেখা হয়েছিল ইতিহাস।

আরও পড়ুন: Rahul Tewatia: 'তেওয়াটিয়া কী খায়?' Harbhajan Singh-এর প্রশ্ন Ashish Nehra কে!

আরও পড়ুন IPL 2022 Orange Cap, Purple Cap Update: ব্য়াটে-বলে রাজত্ব কাদের? লড়াইয়ে কারা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More