Home> খেলা
Advertisement

IPL 2020: রাজস্থানকে বড় রানের টার্গেট দিল কলকাতা

মাঠে হাজির নাইট কর্ণধার শাহরুখ খান। কিং খানের উপস্থিতি নাইটদের জয় এনে দিতে পারবে কি?

IPL 2020: রাজস্থানকে বড় রানের টার্গেট দিল কলকাতা

নিজস্ব প্রতিবেদন :  বল হাতে দুরন্ত জোফ্রা আর্চার। ব্যাট হাতে শুভমান গিল আর ইয়ন মরগ্যান ছাড়়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারলেন না। রাসেল ঝড় শুরু হতেই থেমেও গেল। করলেন মাত্র ২৪ রান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কেকেআর তুলল ১৭৪ রান। আইপিএলে টানা তিন নম্বর ম্যাচ জিততে স্মিথদের দরকার ১৭৫ রান। মাঠে হাজির নাইট কর্ণধার শাহরুখ খান।  কিং খানের উপস্থিতি নাইটদের জয় এনে দিতে পারবে কি?

 

 

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট নাইডার্সের প্রথম এগারোতে কোনও বদল নেই। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলা উইনিং কম্বিনেশনই ধরে রাখল নাইটরা। পঞ্জাবের বিরুদ্ধে খেলা প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে রাজস্থান রয়্যালসও। দুবাইয়ে টস জিতে প্রথমে KKR-কে ব্যাট করতে পাঠালেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ।

 

ওপেনিংয়ে এদিনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না সুনীল নারিন। ১৪ বলে ১৫ রান করে ফিরলেন তিনি। শুভমান গিল ভালো শুরু করলেও ৪৭ রানে থামলেন। আর্চারের বলে তাঁর হাতেই ধরা দিলেন শুভমান। নীতিশ রানা ২২ এবং দীনেশ কার্তিক ১ রান করেন। যখন রাসেল ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ঠিক তখনই অঙ্কিত রাজপুত তুলে নিলেন রাসেলকে। ১৪ বলে ২৪ রান করলেন তিনি। কামিন্স করেন ১২ রান। শেষ দিকে ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিং করেন ইয়ন মরগ্যান। ২৩ বলে ৩৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে কেকেআর। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন কুরান, উনাদকাট, রাজপুত এবং তেওয়াটিয়া।

 

আরও পড়ুন - গত ISL ফাইনালে জোড়া গোল করা জাভিকে দলে নিল এটিকে মোহনবাগান

Read More