Home> খেলা
Advertisement

হ্যাট্রিক

পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমির শাহি। তিন বিপক্ষকে পর পর হারিয়ে বিশ্বকাপে জয়ের হ্যাট্রিক ভারতের।

হ্যাট্রিক

ওয়েব ডেস্ক: পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমির শাহি। তিন বিপক্ষকে পর পর হারিয়ে বিশ্বকাপে জয়ের হ্যাট্রিক ভারতের।

WACAএর পার্থে  ভারত বনাম আরব আমির শাহি ম্যাচে সহজ জয় পেল ভারত। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরব অধিনায়ক স্বপ্নীল পাটিল। প্রথম ব্যাট করতে নেমে ৩১.`৩ ওভারেই মুড়িয়ে যায় আরবের ব্যাটিং। একমাত্র শাহিমান আনোওয়ারের ৩৫ রান ও খুরমান খানের ১২ রান বাদ দিলে আরবের কোনও ব্যাটসম্যান দুই সংখ্যায় রান করতে পারেননি।

ম্যাচের শুরু থেকেই বোলিং দাপট ছিল অশ্বিন,উমেশ যাদব, ভুবনেশ্বর, জাদেজা, মোহিতদের। আর অশ্বিনের বোলিং কার্যত ২২ গজে নাকানি চুবানি খআওয়ায় আরব দলকে। ১০ ওভার বল করে অশ্বিনের শিকার ৪ টি উইকেট। উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা ২ টি করে উইকেট নেন। ১ টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও মোহিত শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় হাসিল করে ভারত। একমাত্র ধাওয়ানের উইকেট হারিয়েই ১০৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পর পর দুটি ম্যাচে হতাশা নিয়ে ২২ গজ ছাড়লেও আরবের বিরদ্ধে রান পান ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। ৫৭ রানে অপরাজিত রোহিত।

 

Read More