Home> খেলা
Advertisement

বারিন্দরের রেকর্ডে টি২০ সিরিজে সমতা ফেরালো ভারত

 আজ হারলেই টি২০ সিরিজে হারতে হত মহেন্দ্র সিং ধোনির ভারতকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত। বারিন্দর শরণের অনবদ্য বোলিং আর মনদীপ সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ভারত দশ উইকেটে জয় তুলে নেয়। এদিন হারারেতে জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে মাত্র নিরানব্বই রানে অলআউট হয়ে যায়। বারিন্দর শরণ প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেট নিয়ে নজির গড়েন।

বারিন্দরের রেকর্ডে টি২০ সিরিজে সমতা ফেরালো ভারত

ওয়েব ডেস্ক:  আজ হারলেই টি২০ সিরিজে হারতে হত মহেন্দ্র সিং ধোনির ভারতকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত। বারিন্দর শরণের অনবদ্য বোলিং আর মনদীপ সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ভারত দশ উইকেটে জয় তুলে নেয়। এদিন হারারেতে জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে মাত্র নিরানব্বই রানে অলআউট হয়ে যায়। বারিন্দর শরণ প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেট নিয়ে নজির গড়েন।

জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে একশো তিন রান করে জয় তুলে নেয় ভারত। রাহুল সাতচল্লিশ ও মনদীপ বাহান্ন রানে অপরাজিত থাকেন।   

Read More