Home> খেলা
Advertisement

ব্যাটিংয়ের জোর বাড়াতে দ্বিতীয় টেস্টে ঋদ্ধির জায়গায় দলে সম্ভবত পার্থিব

দ্বিতীয় টেস্টে দলে বড়সড় পরিবর্তন করতে চলেছেন বিরাট কোহলি। ব্যাটিংয়ের জোর বাড়াতে পার্থিব প্যাটেলকে দলে আনছেন বিরাট কোহলি। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন বঙ্গসন্তান। 

ব্যাটিংয়ের জোর বাড়াতে দ্বিতীয় টেস্টে ঋদ্ধির জায়গায় দলে সম্ভবত পার্থিব

ওয়েব ডেস্ক: কেপটাউনে ব্যর্থ হওয়ার পর সেঞ্চুরিয়ানে মরণবাঁচন দ্বিতীয় টেস্টে অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে চাইছে টিম ইন্ডিয়া। আর সে কারণে বাদ পড়তে চলেছেন বঙ্গসন্তান উইকেট কিপার। তাঁর জায়গায় পার্থিব প্যাটেলকে খেলাতে চাইছেন অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি শিখর ধবনকে বসিয়ে সম্ভবত কেএল রাহুল ফিরতে পারেন। দলে আসতে পারেন ইশান্ত শর্মাও।      

বলের আড়াআড়ি মুভের সম্ভাবনা কম সেঞ্চুরিয়ানে। আর সেটাই দ্বিতীয় টেস্টের আগে স্বস্তি দিচ্ছে বিরাট কোহলিকে। পিচ কিউরেটরের কাছ থেকে সেঞ্চুরিয়ানের বাইশ গজের খবর নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুনেছেন কিছুটা ব্যাটসম্যানদের সাহায্য করত পারে। আর তারপরই দক্ষিণ আফ্রিকার পেসারদের মোকাবিলায় ব্যাটসম্যান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিরাটের এই পরিকল্পনায় কোপ পড়তে পারে ভারতের এক নম্বর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার উপর। পারফরম্যান্স থাকা সত্ত্বেও বসতে হতে পারে। স্রেফ ব্যাটসম্যান বাড়ানোর জন্য খেলানো হতে পারে পার্থিব প্যাটেলকে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, ঋদ্ধির চেয়ে পার্থিবের ব্যাটের হাত ভাল।  

আরও পড়ুন- 'দল অপরিবর্তিতই থাকুক', সৌরভের উলটপুরাণ

শিখর ধাওয়ানের জায়গায় লোকেশ রাহুলের খেলার সম্ভাবনা প্রবল। তবে অজিঙ্কা রাহানে খেলবেন কি না নিশ্চিত নয়। রোহিতকে বাদ দিতে রাজি নন কোহলি। রবিচন্দ্রন অশ্বিনকে বসানো হলে দলে আসতে পারেন রাহানে।  রাহানে ইস্যু মিডিয়াতে লাগাতার প্রচার হচ্ছে। তা নিয়ে ক্ষুব্ধ বিরাট। তার মতে কিছুদিন আগেই রাহানেকে বাদ দেওয়ার কথা যারা বলছিলেন তারাই আবার রাহানেকে ফেরানোর কথা বলছেন।

একইসঙ্গে পিচ থেকে যেহেতু সুইং মিলবে না। সেজন্য ইশান্ত শর্মারও ভাগ্য খুলে যেতে চলেছে। গত ম্যাচে সফল হলেও ভুবনেশ্বরের জায়গায় ইশান্তকে খেলাতে পারেন বিরাট কোহলি।  

Read More