Home> খেলা
Advertisement

Asian Games: এবার ধরাশায়ী জাপান, এশিয়াড হকিতে জয়ের হ্যাটট্রিক ভারতের

এশিয়াডে দূরন্ত ছন্দে ভারতীয় হকি দল। আগের দুটি ম্যাচে প্রতিপক্ষকে ১৬ গোল করে দিয়েছিল তারা। জাপান এশিয়াডে গতবারের বিজয়ী। জয় এল  আবারও। সামনে এবার পাকিস্তান।

Asian Games: এবার ধরাশায়ী জাপান, এশিয়াড হকিতে জয়ের হ্যাটট্রিক ভারতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সামনে এবার পাকিস্তান। এশিয়াডে হকিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলল ভারত। গ্রুপ পর্যায়ের ম্যাচে এবার ৪-১ গোলে জাপানকে হারালেন  মনদীপ সিংহরা। পদক কি আসবে? সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ক্রমশই।

আরও পড়ুন:  Sourav Ganguly: 'শ্রীলঙ্কা মানে মুরলী, মুরলী মানে শ্রীলঙ্কা'! বন্ধুত্বের গল্প শুনল শহর

এশিয়াডে দূরন্ত ছন্দে ভারতীয় হকি দল। আগের দুটি ম্যাচে প্রতিপক্ষকে ১৬ গোল করে দিয়েছিল তারা। জাপান এশিয়াডে গতবারের বিজয়ী। জয় এল  আবারও।

আগের ম্যাচের মতো অবশ্য় দাপট দেখাতে পারেননি ভারতীয় হকি খেলোয়াড়েরা। তবে ম্য়াচে শুরু থেকে নজর ছিল আক্রমণেই। ফলও মেলে হাতেনাতে। ম্যাচে বয়স তখন ৩ মিনিট। জাপানের ডি বক্সে ঢুকে পড়েছিলেন গুরজন্ত সিংহ। পাঁচ মিনিটে পর পেনাল্টি কর্নারও আদায় করে নেন তিনি। তবে কাজের কাজটি করতে পারেননি হরমনপ্রীত।  ১৩ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে অবশ্য গোল করেন অভিষেক।

দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে ভারতের হয়ে ফের গোল করেন মনদীপ সিংহ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সেই পেনাল্টি কর্নার থেকেই গোল করেন অমিত রোহিদাস। এরপর চতুর্থ কোয়ার্টারের শুরুতে চতুর্থ গোল। নিজের দ্বিতীয় গোলটি করেন অভিষেক। ম্যাচে শেষলগ্নে একটি গোল করে জাপানও। 

আরও পড়ুন: ICC Cricket World Cup 2023: পাঁচ দেশ, পাঁচ ক্রিকেটারেই চোখ মুরলীর! কলকাতায় বসে বিরাট ভবিষ্যদ্বাণী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Read More