Home> খেলা
Advertisement

ICC Womens T20 World Cup 2023, INDW vs AUSW: হাসপাতালে ভর্তি হরমন! ছিটকে গেলেন পূজা, সেমিতে নামার আগে বড় ধাক্কা খেল ভারত

ধারে ও ভারে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। পাঁচবারের কাপ জয়ী দল, এই নিয়ে পরপর দু'বার বিশ্বজয়ী হয়েছে। এরমধ্যে আবার ২০২০ সালে ভারতকে হারিয়েই ট্রফি জিতেছিল অজিরা। এহেন দল ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র ৪২টি ম্যাচ খেলেছে।

ICC Womens T20 World Cup 2023, INDW vs AUSW: হাসপাতালে ভর্তি হরমন! ছিটকে গেলেন পূজা, সেমিতে নামার আগে বড় ধাক্কা খেল ভারত
Sabyasachi Bagchi |Updated: Feb 23, 2023, 03:15 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। এর আগে জোড়া ধাক্কা খেল ভারতের মহিলা দল (Indian Womens T20 Team)। চোটের জন্য চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Womens T20 World Cup 2023) থেকে ছিটকে গেলেন পূজা বস্ত্রকার (Pooja Vastrakar)। তাঁর বদলি হিসেবে ইতিমধ্যেই স্নেহ রানাকে (Sneh Rana) নেওয়া হয়েছে। তবে প্রমীলাবাহিনীর জন্য আরও খারাপ খবর হল, ভাইরাল জ্বরে আক্রান্ত হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দলের অধিনায়ক হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন অবস্থায় তিনি অস্ট্রেলিয়ার ( Australia Womens T20 Team) বিরুদ্ধে প্রথম সেমি ফাইনাল খেলতে না পারলে সেটা নিঃসন্দেহে আরও বড় ধাক্কা হবে। এমনিতেই ধারে ও ভারে অজিরা অনেক এগিয়ে। এবার অভিজ্ঞ ব্যাটার হরমন কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে নামতে পারলে, গতবারের রানার্সরা যে আরও পিছিয়ে যাবে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।  

বেশ কয়েক দিন ধরেই ভাইরাল জ্বরে আক্রান্ত হরমন ও পূজা। বুধবার তাঁদের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে, তাঁদের দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়াও হয়েছিল। তবে পূজার স্বাস্থ্য ভালো নয়। তাই তিনি ছিটকে গেলেন। এদিকে পূজা ছিটকে গেলেও, হরমনকে খেলানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত হরমন মাঠে নামতে না পারলে, মানসিক দিক থেকে অজিরা অনেক এগিয়ে যাবে। 

আরও পড়ুন: Richa Ghosh, ICC Womens T20 World Cup 2023: পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে হুঙ্কার দিলেন বঙ্গতনয়া রিচা

আরও পড়ুন: Prithvi Shaw Controversy: পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ করলেন স্বপ্না গিল

হরমন খেলতে না পারলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মন্ধানা। হরমনের জায়গায় দলে নেওয়া হতে পারে হার্লিন দেওল কিংবা ইয়াস্তিকা ভাটিয়ার মধ্যে যে কোনও একজনকে। এই প্রতিযোগিতায় হরমনপ্রীতকে তাঁর চেনা ছন্দে দেখা যায়নি। ৪ ম্যাচে মাত্র ৬৬ রান করেছেন তিনি। ভারত অধিনায়ককে অনুশীলনে দেখতে না পাওয়া নিয়ে চর্চা চলছিল। গ্রুপ পর্বের ম্যাচগুলির আগে অনুশীলনে আসতেন না হরমন শুধু মাত্র আয়ারল্যান্ড ম্যাচের আগের দিন অনুশীলন করেছিলেন। দলের পক্ষ থেকে বলা হয়, দল সিদ্ধান্ত নিয়েছে হরমন ম্যাচের আগের দিন অনুশীলনে আসবে না। সে ক্ষেত্রে আয়ারল্যান্ড ম্যাচের আগে কেন অনুশীলন করলেন সেই প্রশ্নও উঠছে।

ধারে ও ভারে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। পাঁচবারের কাপ জয়ী দল, এই নিয়ে পরপর দু'বার বিশ্বজয়ী হয়েছে। এরমধ্যে আবার ২০২০ সালে ভারতকে হারিয়েই ট্রফি জিতেছিল অজিরা। এহেন দল ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র ৪২টি ম্যাচ খেলেছে। হার মাত্র চার ম্যাচে। ফলে শীর্ষে থাকা অজিদের বিরুদ্ধে চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল যে ভারতের কাছে বদলার ম্যাচ, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে শেষ পর্যন্ত হরমন পুরো ফিট হয়ে মাঠে নামতে না পারলে বদলার ম্যাচে ভারত যে অনেক পিছিয়ে যাবে, সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)