Home> খেলা
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের মাথায় থাকবে হেলমেট

ক্রিকেট আরও সাবধানী হল। সাহসের ক্রিকেটে এবার থেকে মাথা বাঁচাতে হেলমেট। শুধু খেলোয়াড়রাই নয়, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হেলমেট পরে আম্পায়ারিং করবে আম্পায়াররা। নির্দেশিকা জারি করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের মাথায় থাকবে হেলমেট

ওয়েব ডেস্ক: ক্রিকেট আরও সাবধানী হল। সাহসের ক্রিকেটে এবার থেকে মাথা বাঁচাতে হেলমেট। শুধু খেলোয়াড়রাই নয়, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হেলমেট পরে আম্পায়ারিং করবে আম্পায়াররা। নির্দেশিকা জারি করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC।  

রঞ্জি ট্রফিতে  আম্পায়ারিং করতে এসে বলের ঘায়ে আহত হয়েছিলেন অস্ট্রেলিয়ান আম্পায়ার জন ওয়ার্ড। সেই থেকেই আম্পায়াদের ওপর আরও বেশি সাবধানী পথ অবলম্বন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC। মার্চ ৮, ২০১৬ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ২২ গজে প্রতিটি ম্যাচে হেলমেট পরে আম্পায়ারিং করবেন আম্পায়াররা। ক্রিকেটের ইতিহাসে আপমায়ারিংয়ে শুরু হতে চলছে হেলমেট অধ্যায়।

 

 

Read More