Home> খেলা
Advertisement

Joe Root-ICC Test Rankings: ব্যাট শাসনে ফের বিশ্বের এক নম্বর জো রুট, ফিরে পেলেন হারানো সিংহাসন

নিউজিল্য়ান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ডে এসেছে। ঘরের মাঠে ইতিমধ্যেই সিরিজ ২-০ জিতে নিয়েছেন বেন স্টোকসরা। প্রথম টেস্টে লর্ডসে ইংল্যান্ড জেতে ৫ উইকেটে। রুটের ব্যাট থেকে আসে অপরাজিত ১১৫ রান। ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ড জেতে ৫ উইকেটে। রুট এই টেস্টে খেলেন ১৭৬ রানের ইনিংস।

Joe Root-ICC Test Rankings: ব্যাট শাসনে ফের বিশ্বের এক নম্বর জো রুট, ফিরে পেলেন হারানো সিংহাসন

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিশ্ববন্দিত ব্যাটার জো রুট (Joe Root) ফের একবার লাল বলের ক্রিকেটে বিশ্বের এক নম্বর হলেন। বুধবার আইসিসি-র প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) রুট উঠে এসেছেন মগডালে। তিনি সরিয়ে দিয়েছেন অজি মহারথী মার্নাস লাবুশানেকে (Marnus Labuschagne)। রুটের ঝুলিতে এই মুহূর্তে ৮৯৭ পয়েন্ট। লাবুশানে (৮৯২) তাঁর থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে। রুট তাঁর কেরিয়ারে সর্বোচ্চ ৯১৭ পয়েন্ট পেয়েছিলেন।

রুট ২০১৫ সালে প্রথমবার বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার হয়েছিলেন। এরপর ২০২১-এর ডিসেম্বরে ফের শীর্ষে এসেছিলেন। রুট ১৬৩ দিন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার হিসাবে ব়্যাঙ্কিংয়ে একে ছিলেন। স্টিভ স্মিথ ছিলেন ১৫০৬ দিন, বিরাট কোহলি একে ছিলেন ৪৬৯ দিন। কেন উইলিয়ামসন ২৪৫ দিন ছিলেন টেস্ট শীর্ষে। নিউজিল্য়ান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ডে এসেছে।

ঘরের মাঠে ইতিমধ্যেই সিরিজ ২-০ জিতে নিয়েছেন বেন স্টোকসরা। প্রথম টেস্টে লর্ডসে ইংল্যান্ড জেতে ৫ উইকেটে। রুটের ব্যাট থেকে আসে অপরাজিত ১১৫ রান। ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ড জেতে ৫ উইকেটে। রুট এই টেস্টে খেলেন ১৭৬ রানের ইনিংস। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন তিনি। রুট ২৭টি টেস্ট সেঞ্চুরি করে স্মিথ-কোহলিকে স্পর্শ করেন। পাশাপাশি নটিংহ্য়াম টেস্টের চতুর্থ দিনে ১০ হাজার ১৯১ রান করে কিংবদন্তি সুনীল গাভাসকরকে টপকে যান। গাভাসকরের ঝুলিতে আছে ১০ হাজার ১২২ রান।

আরও পড়ুন: Dinesh Karthik: 'নির্বাচকদের বাধ্য করেছে...'! কার্তিককে নিয়ে বড় কথা বলে দিলেন কিংবদন্তি

আরও পড়ুনKapil Dev: 'এক-দুই ম্যাচ ভাল খেলে, তারপর কিছুই পারে না'! এই ভারতীয়র পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ কপিল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

Read More