Home> খেলা
Advertisement

Babar Azam-Virat Kohli: কোহলির 'বিরাট' গর্ব গুঁড়িয়ে লেখা হল 'বাবর'নামা! জানিয়ে দিল আইসিসি

৮১৮ পয়েন্ট নিয়ে একে বাবর। দুয়ে মহম্মদ রিজওয়ান (৭৯৪)। তিনে দক্ষিণ আফ্রিকার আইদেন মারক্রম (৭৫৭ পয়েন্ট)। চারে ইংল্যান্ডের দাভিদ মালান (৭২৮ পয়েন্ট) ও পাঁচে অস্ট্রেলিার অ্যারন ফিঞ্চ (৭১৬ পয়েন্ট)। 

Babar Azam-Virat Kohli: কোহলির 'বিরাট' গর্ব গুঁড়িয়ে লেখা হল 'বাবর'নামা! জানিয়ে দিল আইসিসি

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির (Virat Kohli) নাম ইতিহাস থেকে মুছে দিলেন 'অপ্রতিরোধ্য' বাবর আজম (Babar Azam)। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) সবচেয়ে বেশি সময় এক নম্বরে থাকার রেকর্ড করে ফেললেন পাক অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার।

বিগত দশকের পরিসংখ্যান বলছে যে, বিগত দশকে টানা ১০১৩ দিন কোহলি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে একে ছিলেন। সেই রেকর্ড ভেঙে এখন নতুন অধ্যায় লিখলেন বাবর। বুধবার আইসিসি জানিয়ে দিল যে, টি-২০ ব়্যাঙ্কিংয়ে টানা ১০৩০ দিন মগডালে থাকার নজির গড়লেন বাবর।

৮১৮ পয়েন্ট নিয়ে একে বাবর। দুয়ে মহম্মদ রিজওয়ান (৭৯৪)। তিনে দক্ষিণ আফ্রিকার আইদেন মারক্রম (৭৫৭ পয়েন্ট)। চারে ইংল্যান্ডের দাভিদ মালান (৭২৮ পয়েন্ট) ও পাঁচে অস্ট্রেলিার অ্যারন ফিঞ্চ (৭১৬ পয়েন্ট)। 

গতবছর বাবর ২৯ ম্যাচে ৯৩৯ রান করেছিলেন ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে। পাকিস্তানকে কুড়ি ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন তিনি। অন্যদিকে বিরাটের বর্তমান আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং ২১। চলতি বছর দেশের হয়ে মাত্র ২টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। কোহলি বিগত তিন বছর দেশের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে ৩০০ রানের গণ্ডি টপকাতে পারেনি।

আরও পড়ুন: Umran Malik: কীভাবে শেষ ওভারে টিম ইন্ডিয়াকে রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন 'শ্রীনগর এক্সপ্রেস'? ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুনVerratti: উঠেছিলেন রোনাল্ডোর বাড়িতে! ডাকাতিতে ২৫ কোটি টাকার সম্পত্তি খোয়ালেন ভেরাটি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

 

Read More