Home> খেলা
Advertisement

ICC World Cup 2019: আফগানিস্তানের বিরুদ্ধে ধোনি-কেদারের ব্যাটিং দেখে হতাশ সচিন

আফগানিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারে এমএস ধোনি ও কেদার যাদব অনেক বেশি বল খেলেও রানের গতি বাড়াতে পারেননি।

ICC World Cup 2019: আফগানিস্তানের বিরুদ্ধে ধোনি-কেদারের ব্যাটিং দেখে হতাশ সচিন

নিজস্ব প্রতিবেদন : আফগানিস্তানের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে যে ভাবে মহেন্দ্র সিং ধোনি এবং কেদার যাদব ব্যাটিং করেছেন তা নিয়ে এমনিতেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠেছে। ধোনি-কেদারের ব্যাটিং নিয়ে মুখ খুললেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তাঁদের ব্যাটিং দেখে রীতিমতো হতাশ হয়েছেন সচিন।


আফগানিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারে এমএস ধোনি ও কেদার যাদব অনেক বেশি বল খেলেও রানের গতি বাড়াতে পারেননি। ধোনি ৫২ বল খেলে ২৮ রান করেন। আর ৬৮ বলে ৫২ রান করেন কেদার। পঞ্চম উইকেটে ধোনি-কেদারের জুটিতে ওঠে ৫৭ রান। এই ৫৭ রানের পার্টনারশিপটি এসেছে ৮৪ বল খেলে।

আরও পড়ুন - ICC World Cup 2019: শামির ফিটনেসে মুগ্ধ মহারাজ!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে সচিন তেন্ডুলকর বলেন, "আমি কিছুটা হলেও হতাশ। এর থেকে আরও ভালো হতে পারত।আমি ধোনি এবং কেদারের পার্টনারশিপ নিয়েও খুশি নই। ভারতীয় দল ৩৪ ওভার স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খেলে মাত্র ১১৯ রান তোলে। এই জায়গাতে আমরা একেবারেই স্বস্তিতে ছিলাম না।ওখানে কোনও ইতিবাচক মানসিকতা ছিল না।" 

Read More