Home> খেলা
Advertisement

I LEAGUE 2019-20: রবিবারের ডার্বি নিয়ে ধোঁয়াশা!

দর্শকদের কথা ভেবে রবিবারের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করে ইস্টবেঙ্গলও।

I LEAGUE 2019-20: রবিবারের ডার্বি নিয়ে ধোঁয়াশা!

নিজস্ব প্রতিবেদন:  রবিবারের বড় ম্যাচ নিয়ে ধোঁয়াশা!মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে আই লিগের ফিরতি ডার্বি আপাতত স্থগিত রাখতে পারে ফেডারেশন। শুক্রবার বিকেলে ফেডারেশন ক্লাবদের জানিয়েছিল যে ডার্বিসহ আই লিগের বাকি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তারপরই কলকাতায় ক্লাব আর ক্রীড়া সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে ফেডারেশনকে করনো আতঙ্কের জন্য আই লিগের ম্যাচ কিছুদিন বন্ধ রাখার অনুরোধ করেন তিনি।


দর্শকদের কথা ভেবে রবিবারের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করে ইস্টবেঙ্গলও। মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেডারেশন কর্তারা জানান ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ডার্বি সহ আই লিগ আপাতত কিছুদিন বন্ধ রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রফুল প্যাটেলই। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে লিগ কিছুদিনের জন্য স্থগিত রাখতে চলেছে এআইএফএফ।

আরও পড়ুন - আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানকে সংবর্ধনা দিল রাজ্য সরকার

Read More