Home> খেলা
Advertisement

IPL Auction 2024: মাথা ঠুকছেন নায়িকা, মহার্ঘ 'ভুল'-এ না চেয়েও এই ক্রিকেটার! নিলামে চূড়ান্ত নাটক

Punjab Kings IPL Auction Blunder: ভুল করে ফেলল পঞ্জাব। লক্ষ-লক্ষ টাকা বেরিয়ে গেল। না চেয়েও তারা কিনে ফেলল এক আনক্য়াপড ভারতীয় ক্রিকেটারকে।

IPL Auction 2024: মাথা ঠুকছেন নায়িকা, মহার্ঘ 'ভুল'-এ না চেয়েও এই ক্রিকেটার! নিলামে চূড়ান্ত নাটক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ কোটি ১০ লক্ষ টাকার থলি নিয়ে, পঞ্জাব কিংস (Punjab Kings) বাজার করতে এসেছিল আইপিএল (IPL Auction 2024) নিলামে। দুবাইয়ে প্রীতি জিন্টা (Preity Zinta) ও নেস ওয়াদিয়ার (Ness Wadia) ফ্র্যাঞ্চাইজি দুই বিদেশি-সহ আটজন ক্রিকেটারকে কিনেছে। পঞ্জাবে এলেন হর্ষল প্য়াটেল (১১.৭৫ কোটি), ক্রিস ওকস (৪.৮ কোটি), আশুতোষ শর্মা (২০ লক্ষ), বিশ্বনাথ প্রতাপ (২০ লক্ষ), শশাঙ্ক সিং (২০ লক্ষ), তনয় ত্য়াগরজন (২০ লক্ষ), প্রিন্স চৌধুরি (২০ লক্ষ) ও রিলি রোসু (৮ কোটি)। এই আটের মধ্য়ে, একজন ক্রিকেটারকে না চেয়েও দলে নিয়েছে পঞ্জাব! শুনে অবাক হলেন নিশ্চয়ই! বাস্তবে ঠিক এটাই ঘটেছে। যার জন্য় দেওয়ালে মাথা ঠুকছেন প্রীতিরা। ৩২ বছরের মারকুটে ব্য়াটার শশাঙ্ক সিংকে (Shashank Singh) নিতে চায়নি পঞ্জাব। তবে তাদের মস্ত ভুলেই ছত্তীসগঢ় ক্রিকেটার এসেছেন দলে! প্রতিবেদনের সঙ্গে দেওয়া ভিডিয়ো দেখলেই বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পুরো ঘটনা তুলে ধরা হল নীচের অনুচ্ছেদে।

আরও পড়ুন: IPL Auction 2024: ইরফান কি নস্ত্রাদামুস? আগেই বলেছিলেন ঠিক কী ঘটবে, মিলল অক্ষরে অক্ষরে!

fallbacks

এবার আসা যাক দুবাইয়ের মহানাটকের প্রসঙ্গে। আইপিএল নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন মল্লিকা সাগর। তিনি যখন শশাঙ্কের নাম ধরে ডাকেন, তখন সঙ্গে সঙ্গে প্রীতি জিন্টা প্যাডল তুলে ধরেন। ঘটনাচক্রে বাকি নয় ফ্র্যাঞ্চাইজির কেউই প্য়াডল তুলে রাখেনি। হাতুড়ি ঠোকার আগে পর্যন্ত প্রীতির প্য়াডলই তোলা ছিল। যেহেতু বাকিরা শশাঙ্ককে নিতে ইচ্ছাপ্রকাশ করেনি, ফলে দ্রুত হাতুড়ি ঠুকে দেন মল্লিকা। শশাঙ্ক হয়ে যান পঞ্জাবের। এরপর মল্লিকা তনয় ত্য়াগরজনের নাম ধরে ডাকেন। এই সময়ের মধ্য়ে প্রীতি-নেসরা বুঝে যান যে, তাঁরা শশাঙ্ককে চাননি। অন্য় ক্রিকেটার ভেবে নিয়েছেন শশাঙ্ককে। পঞ্জাব তাদের আপত্তির কথা মল্লিকাকে জানান প্রকাশ্য়ে। মল্লিকা যা শুনে বলেন, 'এটা ভুল নাম ছিল? আপনারা এই প্লেয়ারকে চাইছেন না? আমরা শশাঙ্ক সিংকে নিয়ে কথা বলছি। তবে হাতুড়ি ঠোকা হয়ে গিয়েছে। যার ফলে ২৩৬ ও ২৩৭ নম্বর ক্রিকেটার আপনাদেরই।' মল্লিকা জানিয়ে দিয়েছেন যে, শশাঙ্ককে আর ফেরানো যাবে না। কারণ হাতুড়ি পড়ে যাওয়ার মানেই, তা নিলামের নিয়ম মেনে চূড়ান্ত। পঞ্জাব বাধ্য় হয়েই শশাঙ্ককে দলে ঢুকিয়ে নেয়।

আরও পড়ুন: IPL Auction 2024: ৩৬ বছরের ভারতীয়র পকেটে রেকর্ড টাকা! ১৫২ কিমি ঘণ্টায় বল করেছেন প্রাক্তন নাইট


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More