Home> খেলা
Advertisement

Harbhajan Singh: 'সাধারণ মানুষই তো ওখানে নিরাপদ নয়, বিরাটরা গিয়ে কি বিপদে পড়বে?’ পাকিস্তানকে কটাক্ষ করলেন হরভজন

Harbhajan Singh on Pakistan Economic Crisis: গতবার নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসনের অবিশ্বাস্য পারফরম্যান্স ভারতীয় ব্যাটারদের বিধ্বস্ত করে দেয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিততে পারেনি ভারত। এবার অবশ্য প্রতিপক্ষও ভিন্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে রোহিত শর্মার ভারত। জসপ্রীত বুমরাহকে ছাড়াই খেলতে নামতে হবে ভারতীয় দলকে। 

Harbhajan Singh: 'সাধারণ মানুষই তো ওখানে নিরাপদ নয়, বিরাটরা গিয়ে কি বিপদে পড়বে?’ পাকিস্তানকে কটাক্ষ করলেন হরভজন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2023) ভেন্যু নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। এবার এই বিতর্কে ঢুকে গেলেন হরভজন সিং (Harbhajan Singh) । পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যে প্রতিবেশী দেশে ভারতীয় দলের সফর করা উচিত নয়। এমনটাই দাবি করলেন ভাজ্জি। 

সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অফ স্পিনার বলেছেন, "ভারতের একেবারেই পাকিস্তানে যাওয়া উচিত নয়। কারণ পাকিস্তান মোটেও নিরাপদ নয়। নিজের দেশের মানুষই যখন পাকিস্তানে নিরাপদ নয়, তখন ঝুঁকি নিয়ে যাওয়ার কিসের প্রয়োজন?"

আরও পড়ুন: Mohammed Shami: কোন ছকে হল অজি সংহার? জানিয়ে দিলেন মহম্মদ শামি

আরও পড়ুন: Ravindra Jadeja, IND vs AUS 1st ODI: আট মাস পর একদিনের ক্রিকেটে ফিরেই ম্যাচের সেরা, কী বললেন স্যর জাদেজা?

শুধু এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে ভারতের যাওয়া উচিত কিনা, সেটা নিয়ে মন্তব্য করে চুপ থাকেননি হরভজন। ভারতের প্রাক্তন অফ স্পিনার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গে বলেন, "ভারতীয় দল মাঠে নামলে আমরা জয়ের স্বপ্ন দেখি। এবারও আশা রাখি ভারতীয় দল জিতে ফিরবে। আমাদের আশা এবার রেজাল্ট বদলাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে ভারত। বিরাট কোহলি ভাল ফর্মে রয়েছে। সেঞ্চুরি পাবে বিরাট। ভারত যদি চারশো রান করে তাহলে বিপক্ষের উইকেট তোলার মতো বোলার রয়েছে দলে।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More