Home> খেলা
Advertisement

দুনিয়ার এক নম্বর ব্যাটসম্যান এখন রুট, ব্যাটে-বলে প্রথম দশে নেই কোনও ভারতীয়

এবি ডেভিলিয়ার্স নন। হাসিম আমলা কিংবা স্টিভ স্মিথরাও নন। টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখন ইংল্যান্ডের জো রুট। দুবাইয়ে পাকিস্তানের কাছে হারলেও ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করেন রুট। দুই ইনিংসে ইংল্যান্ডের ২৪ বছরের ব্যাটসম্যান দুবাই টেস্টে করেন ৮৮, ৭১ রান। আবুধালি টেস্টে করেছিলেন ৮৮ ও ১৩৩ অপরাজিত। এর ফলে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে টপকে এখন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রুট ( ৯১৩ পয়েন্ট), দ্বিতীয় স্মিথ (৯১০)। প্রথম দশে কোনও ভারতীয় নেই। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি ১৩ নম্বরে।

দুনিয়ার এক নম্বর ব্যাটসম্যান এখন রুট, ব্যাটে-বলে প্রথম দশে নেই কোনও ভারতীয়

ওয়েব ডেস্ক: এবি ডেভিলিয়ার্স নন। হাসিম আমলা কিংবা স্টিভ স্মিথরাও নন। টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখন ইংল্যান্ডের জো রুট। দুবাইয়ে পাকিস্তানের কাছে হারলেও ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করেন রুট। দুই ইনিংসে ইংল্যান্ডের ২৪ বছরের ব্যাটসম্যান দুবাই টেস্টে করেন ৮৮, ৭১ রান। আবুধালি টেস্টে করেছিলেন ৮৮ ও ১৩৩ অপরাজিত। এর ফলে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে টপকে এখন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রুট ( ৯১৩ পয়েন্ট), দ্বিতীয় স্মিথ (৯১০)। প্রথম দশে কোনও ভারতীয় নেই। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি ১৩ নম্বরে।

টেস্ট বোলিংয়ে শীর্ষে স্টেইন। দ্বিতীয় স্থানে পাকিস্তানের ইয়াসির শাহ। প্রথম পনেরোর মধ্যে নেই কোনও ভারতীয়।

টেস্ট ব্যাটিংয়ে প্রথম পাঁচ- ১) জো রুট, ২) স্টিভ স্মিথ, ৩) এবি ডিভিলিয়ার্স, ৪) হাসিম আমলা, ৫) ইউনিস খান।

টেস্ট বোলিংয়ে প্রথম পাঁচ- ১) ডেল স্টেইন, ২) ইয়াসির শাহ, ৩) জেমস অ্যান্ডারসন, ৪) স্টুয়ার্ট ব্রড, ৫) ট্রেন্ট বোল্ট।

Read More