Home> খেলা
Advertisement

IPL 2022: নতুন ভূমিকা, সঞ্জীব গোয়েঙ্কার Lucknow-র মেন্টর হলেন Gautam Gambhir

কোচিং করানোর অভিজ্ঞতা না থাকলেও গৌতম গম্ভীরকে নিয়ে আশাবাদী ক্রিকেট পন্ডিতরা। 

IPL 2022: নতুন ভূমিকা, সঞ্জীব গোয়েঙ্কার Lucknow-র মেন্টর হলেন Gautam Gambhir

নিজস্ব প্রতিবেদন: সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) লখনউ (Lucknow) দলের মেন্টর হলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর আগে শুক্রবার অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল আইপিএল-এর (IPL) এই নতুন ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে নতুন এই দলের অধিনায়ক হতে পারেন কেএল রাহুল (KL Rahul)। 

লখনউর তরফ থেকে দেওয়া বিবৃতিতে গম্ভীর বলেছেন, 'আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে অসংখ্য ধন্যবাদ। ফের একবার প্রতিযোগিতা মূলক ক্রিকেটে নাম লিখিয়ে ট্রফি জেতার ইচ্ছা আমার মধ্যে অনেক দিন ধরেই ছিল। বুকের ভেতর সব সময় একটা আগুন জ্বলত। অবশেষে ফের একবার ড্রেসিংরুমে থাকার সুযোগ পাব। একাধিক বিদেশি ও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সময় কাটাতে পারব। একজন ক্রিকেটারের কাছে এটাই বড় প্রাপ্তি। দলকে ট্রফি জেতানোর পাশাপাশি উত্তর প্রদেশের গর্ব রক্ষা করা আমার কর্তব্য।' 

আরও পড়ুন: ISL 2021: খারাপ পারফরম্যান্স, পদত্যাগ করলেন ATK Mohun Bagan-এর কোচ Antonio Lopez Habas

আরও পড়ুন: Ashes: Sunil Gavaskar, Sachin Tendulkar-এর কোন রেকর্ড ভাঙলেন Joe Root?

দেশের হয়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছাড়াও, ২০১১ সালের বিশ্বকাপ জিতেছেন এই প্রাক্তন বাঁহাতি ওপেনার। এছাড়া তাঁর অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল। গম্ভীরের কাছে কোচিং করানোর অভিজ্ঞতা নেই। তবে বাইশ গজকে বিদায় জানানোর পর দীর্ঘদিন ধরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন দিল্লির এই ক্রিকেটার। তাই ক্রিকেট পন্ডিতদের মতে গম্ভীর তাঁর নতুন ইনিংসেও সফল হবেন। 

শুক্রবারই হেড কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারের নাম ঘোষণা করা হয়েছিল। আর এ বার তাঁর সঙ্গে জুড়ে গেল গম্ভীরের নাম। লখনউ দলের মালিক কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি এক বিবৃতিতে বলেছেন, 'খেলোয়াড় এবং কোচ হিসেবে ক্রিকেটের ইতিহাসে অসামান্য অবদান রয়েছে অ্যান্ডির। ওঁর পেশাদারিত্বকে আমরা সম্মান করি। আশা করি দলের প্রতি আমাদের মতাদর্শ এবং মূল্যবোধকে সঙ্গে নিয়েই উনি কাজ করবেন।'

ফ্লাওয়ার নিজেও প্রচণ্ড উত্তেজিত। বলেছেন, 'লখনউতে যোগ দিতে পেরে খুবই ভাল লাগছে। সুযোগ পেয়ে আপ্লুত। ১৯৯৩ সালে প্রথম বার ভারত সফরের পর থেকে এই দেশে খেলতে পেরে এবং কোচিং করাতে পেরে সম্মানিত বোধ করেছি। ক্রিকেটের প্রতি এখানকার সমর্থকদের ভালবাসার কোনও তুলনা নেই।'

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More