Home> খেলা
Advertisement

Paul Pogba ছাড়ছেন ক্লাব! জানিয়ে দিল Manchester United

পোগবা বুধবার সন্ধ্য়ায় টুইটারে লেখেন, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলতে পেরে আমি গর্বিত। অনেক সুন্দর মুহূর্ত রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যানদের নিঃশর্ত সমর্থন। ধন্য়বাদ।" 

Paul Pogba ছাড়ছেন ক্লাব! জানিয়ে দিল Manchester United

নিজস্ব প্রতিবেদন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে দু'দফায় সাত বছরের সম্পর্ক অবশেষে ছিন্ন করছেন পল পোগবা (Paul Pogba)। ফরাসি বিশ্বকাপ জয়ীর ক্লাব ছাড়ার খবর বিবৃতি দিয়ে জানিয়ে দিল ম্য়ান ইউ। ফ্রি-এজেন্ট হয়েই ক্লাব ছাড়বেন ফুটবল দুনিয়ার অন্যতম বহুমুখী প্রতিভা সম্পন্ন খেলোয়াড়। ২০০৯-০১ পর্যন্ত ম্যান ইউ-র যুব দলে ফুটবল খেলেন পোগবা। ১৬ বছর বয়সে চলে এসেছিলেন অ্যাকাডেমিতে। দারুণ ফুটবল খেলেই ২০১১-১২ মরশুমে তিনি সিনিয়র টিমে খেলার সুযোগ পান।

এরপর পোগবা চলে যান জুভেন্তাসে। ২০১২-১৬ পর্যন্ত সেখানে কাটিয়ে ফের লাল জার্সি গায়ে চাপান পোগবা। ২০১৬-২০২২ পর্যন্ত পোগবা খেলেন ম্য়ান ইউ-তে। রেড ডেভিলসের হয়ে প্রিমিয়র লিগ স্পর্শ করার সুযোগ হয়নি পোগবার। ইএফএল কাপ ও উয়েফা ইউরোপা লিগ জিতেছেন তিনি। পোগবা বুধবার সন্ধ্য়ায় টুইটারে লেখেন, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলতে পেরে আমি গর্বিত। অনেক সুন্দর মুহূর্ত রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যানদের নিঃশর্ত সমর্থন। ধন্য়বাদ।" জানা যাচ্ছে পোগবার পরিবর্তে ম্যান ইউ বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডে জংকে নিতে চলেছে। কথাবার্তা চলছে ডে জংয়ের সঙ্গে।

আরও পড়ুন: India vs South Africa: কোটলায় অনন্য টি-২০ বিশ্বরেকর্ডের সামনে টিম ইন্ডিয়া

আরও পড়ুনRizwan-Pujara: রিজওয়ানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নেটদুনিয়ায় ভাইরাল পূজারা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

Read More