Home> খেলা
Advertisement

বীরুকে বিরল সম্মান দিল্লির

বীরুকে বিরল সম্মান দিল্লির

নিজস্ব প্রতিবেদন: বিরল সম্মানে সম্মানিত হলেন সহবাগ। দিল্লির ফিরোজ শাহ কোটলার ২ নম্বর গেটের নামকরণ হল বীরুর নামে।

দিল্লির এই মাঠ থেকেই শুরু হয়েছিল তাঁর ক্রিকেট জীবন। এবার সেই মাঠের একটি গেটেরই নামকরণ করা হল তাঁর নামে। মঙ্গলবার দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা মাঠের ২ নম্বর গেটের নামকরণ করল বীরেন্দ্র সহবাগের নামে।

আরও পড়ুন-বিরিয়ানিকে খিচুরি বানিয়েছিল গ্রেগ চ্যাপেল, বিস্ফোরক মন্তব্য নেহরার

বুধবারই শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড টি-২০ সিরিজ। তার আগেই ওই গেটের নামকরণ করা হল। এনিয়ে বলতে গিয়ে সংবাদমাধ্যমে সহবাগ বলেন, ‘ফিরোজ শাহ কোটলার গেট আমার নামে হয়েছে, এটা আমার জন্য বিশাল সম্মানের। একসময় এই গেট দিয়ে রোজ মাঠে ঢুকতাম। এখন সেই গেটেরই নাম করা হয়েছে আমার নামে। দিল্লির আরও অনেক ক্রিকেটার রয়েছেন, তাদের নামেও স্টান্ড, গেট, প্যাভিলিয়নের নামকরণ করা উচিত।’

মঙ্গলবার ওই গেটের নামকরণ অনুষ্ঠানে ছিলেন ডিডিসিএ-র কর্তা মদন লাল। তিনি বলেন, সহবাগ ক্রিকেটের ধরনটাই বদলে দিয়েছে। আগে টেস্টে একদিনে ২৪০-২৫০ রান উঠত। এখন ৩৫০-৩৬০ রান ওঠে। এটা শুরু করেছিল সহবাগ।

আরও পড়ুন-'জাতীয় দলে জায়গা নেই', আইপিএল কোচিংয়ে ইচ্ছুক আশিস

Read More