Home> খেলা
Advertisement

Cristiano Ronaldo, FIFA World Cup 2022: 'অপমানিত' হয়েই মেজাজ হারিয়েছেন রোনাল্ডো! দাবি করলেন ফের্নান্দো স্যান্টোস

খেলার বয়স তখন ৬৬ মিনিট। সেই সময় স্কোরলাইন ১-১। রোনাল্ডোর পরিবর্ত নামানোর সিদ্ধান্ত নেন কোচ ফের্নান্দো স্যান্টোস। দক্ষিণ কোরিয়ার ফুটবলার চো গে সুং সেই সময় দাবি করেন, ধীর গতিতে মাঠ ছাড়ছিলেন সি আর সেভেন। সাধারণত ফুটবলার পরিবর্তনে এত সময় লাগে না। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন পর্তুগীজ মহাতারকা। 

Cristiano Ronaldo, FIFA World Cup 2022: 'অপমানিত' হয়েই মেজাজ হারিয়েছেন রোনাল্ডো! দাবি করলেন ফের্নান্দো স্যান্টোস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোল করা ছাড়া তিনি সবকিছু করছেন। মাঠে 'প্লে-অ্যাক্টিং' করার জন্য সোশ্যাল মিডিয়া ও বিপক্ষ দলগুলোর কাছে তীব্র সমালোচিত হচ্ছেন। পুরো ম্যাচজুড়ে মাঠে থাকতে পারছেন না। দেখেশুনে মনে হচ্ছে তিনি যেন নিজের অতীত ফেলে রেখে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) এসেছেন। এহেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ফের একবার মেজাজ হারালেন। লেখা ভালো দক্ষিণ কোরিয়ার (South Korea) ফুটবলার চো গে সুং-র (Gue sung Cho) সঙ্গে ঝামেলায় জড়ালেন পর্তুগালের (Portugal) অধিনায়ক। যদিও দলের কোচ ফের্নান্দো স্যান্টোসের (Fernando Santos) দাবি, 'অপমানিত' হয়েই বিপক্ষের ফুটবলারের উপর মেজাজ হারিয়েছেন 'সি আর সেভেন' (CR 7)।  

খেলার বয়স তখন ৬৬ মিনিট। সেই সময় স্কোরলাইন ১-১। রোনাল্ডোর পরিবর্ত নামানোর সিদ্ধান্ত নেন কোচ ফের্নান্দো স্যান্টোস। দক্ষিণ কোরিয়ার ফুটবলার চো গে সুং সেই সময় দাবি করেন, ধীর গতিতে মাঠ ছাড়ছিলেন সি আর সেভেন। সাধারণত ফুটবলার পরিবর্তনে এত সময় লাগে না। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন পর্তুগীজ মহাতারকা। 

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোনাল্ডো নিজেই জানান সেই ঘটনার কথা। কেন তিনি রেগে গিয়েছিলেন, সেই ব্যাখ্যাও দেন। রোনাল্ডোর কথায়, 'আমাকে তুলে নেওয়ার সময় ঘটনাটা ঘটে। কোরিয়ান ফুটবলার আমাকে তাড়াতাড়ি মাঠ থেকে বেরতে বলে। আমি ওকে চুপ করে থাকতে বলি। কারণ আমি কীভাবে বেরবো, সেটা বলার ওর কোনও অধিকার নেই। আমি যদি সত্যিই ধীর গতিতে আসতাম, তাহলে রেফারি যা বলার বলত।' যদিও রোনাল্ডো স্বীকার করে নেন, ব্যক্তিগত কোনও শত্রুতা নয়। রাগের মাথাতেই তিনি কোরিয়ান ফুটবলারকে জবাব দিয়েছিলেন।

আরও পড়ুন: Neymar, FIFA World Cup 2022: মাঠে নামলেন, কিন্তু 'রেড ড্রাগন'-দের বিরুদ্ধে খেলবেন নেইমার? চলে এল বড় আপডেট

আরও পড়ুন: FIFA World Cup 2022, POR vs KOR: শেষ মুহূর্তের থ্রিলারে ফের ইতিহাস! ছন্দহীন রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে নক আউটে দক্ষিণ কোরিয়া

এই ঘটনায় রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন কোচ স্যান্টোসও। বলে দেন, 'সবাই দেখেছে রোনাল্ডো কোরিয়ান ফুটবলারের উপর রেগে গিয়েছিল। আসলে ওই ফুটবলার রোনাল্ডোকে অপমান করেছে। ওকে তাড়াতাড়ি মাঠ ছাড়তে বলে। সেই জন্যই মেজাজ হারায় রোনাল্ডো।' 

দক্ষিণ কোরিয়ার জন্য এই ম্যাচটা ছিল 'ডু অর ডাই'। জিতলেই নক আউট রাউন্ডে যাওয়ার সুযোগ থাকত কোরিয়ার। রোনাল্ডোকে যখন তুলে নেওয়া হয়, তখনও ম্যাচে ১-১ সমতা। ড্র হলে ছিটকে যেত এশিয়ার এই দল। তাদের জন্য প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ ছিল। সম্ভবত সেই কারণেই রোনাল্ডোকে দ্রুত মাঠ ছাড়তে বলছিলেন চো গে সুং। 

এডুকেশন সিটি স্টেডিয়ামে 'এইচ' গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পরও পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়া। এই জয়ে দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের সমান ৪ পয়েন্ট, গোল পার্থক্যও সমান হয়। তবে গ্রুপ পর্বে বেশি গোল করায় গ্রুপের রানার্স আপ হিসেবে নক আউটে চলে যায় 'রেড ড্রাগন'-রা। ২০০২ ও ২০১০ সালের পর ফের একবার বিশ্বকাপের নক আউট রাউন্ডে গেল এশিয়ার এই দল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More