Home> খেলা
Advertisement

দুই ওপেনারের দুরন্ত শতরানে রানের পাহাড়ে ভারত

দুই ওপেনারের দুরন্ত শতরানে রানের পাহাড়ে ভারত

 

ভারত-৩৬৩/৫

ওয়েব ডেস্ক: দুই ওপেনারের শতরান। সুরেশ রায়নার ঝড়ো ব্যাটিং। কটক ওয়ানডেতে রানের পাহাড় গড়ল ভারত। শ্রীলঙ্কার অনভিজ্ঞ বোলিং লাইন আপ আর পাটা পিচের পুরো সুযোগ তুলে ভারত ৫০ ওভারে তুলল ৫ উইকেটে ৩৬৩ রান। প্রথম উইকেটে শিখর ধাওয়ান-আজিঙ্কা রাহানের ২৩১ রানের পার্টনারশিপ ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। রাহানের ১০৮ বলে করেন ১১ রান, আর ধাওয়ান করেন ১০৭ বলে ১১৩। দুই ওপেনার ফিরে যাওয়ার পর রায়না ঝড় তুলতে শুরু করেন। ৩২ বলে হাফ সেঞ্চুরি করার পর যখন মনে হচ্ছিল ভারতকে ৪০০ রানের গণ্ডি টপকে দেবেন রায়না, তখনই তিনি আউট হয়ে যান।

ধাওয়ান-রাহানের শতরানে রোহিত শর্মার ওপেনার হিসাবে প্রত্যাবর্তন বেশ কঠিন হয়ে পড়ল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে শতরান করেছিলেন রোহিত। কিন্তু আজকের পর নির্বাচকদের কাজটা আরও কঠিন হয়ে গেল ওপেনারদের জোড়া শতরানে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় এই ওয়ানডে সিরিজ হচ্ছে। সবাই বিশ্বকাপের প্রস্তুতি দেখছেন এই সিরিজকে। সেই হিসাবে দারুণ প্রস্তুতি হল ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু মালিঙ্গা- হেরাথ ছাড়া শ্রীলঙ্কার বোলিং এতটাই ছন্নছাড়া দেখিয়েছে যে ধাওয়ান-রাহানদের সামনে প্রশ্নপত্রটা বেশ সহজ দেখাল।

 অবশ্য এ কথাটাও ঠিক ধাওয়ান-রাহানে-রায়নারা যেভাবে অঙ্ক কষে খেললেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ঋদ্ধিমান নামলেন ৬ নম্বরে। ধোনির জায়গায় ব্যাট করতে নেমে বাংলার ঋদ্ধি করলেন ৮ বলে ১০ রান। অধিনায়ক কোহলি (২২) এমন একটা রান রান গন্ধ মঞ্চে সুযোগ নিতে ব্যর্থ হলেন। তবে একেবারে শেষ ওভারে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে পরপর দুটো ছক্কা মেরে কটক মাতালেন অকসর প্যাটেল।

Read More