Home> খেলা
Advertisement

এখনও উসেইন বোল্ট, সচিন তেন্ডুলকরে মুগ্ধ দীপা কর্মকার

অলিম্পিক তো আর শুধু পারফর্ম করারই মঞ্চ নয়। তার ব্যপ্তি আরও অনেক বেশি। এখান থেকেই অ্যাথলিটদের জীবন পাল্টে যায়। তাই তো এতদিন বলা হতো, জেতা নয়, অলিম্পিকে অংশগ্রহণ করাটাই সবথেকে বড় কথা। অলিম্পিকের গেমস ভিলেজ মানে বিশ্বখ্যাতদের কাছ থেকে দেখার সুযোগও বটে।

এখনও উসেইন বোল্ট, সচিন তেন্ডুলকরে মুগ্ধ দীপা কর্মকার

ওয়েব ডেস্ক: অলিম্পিক তো আর শুধু পারফর্ম করারই মঞ্চ নয়। তার ব্যপ্তি আরও অনেক বেশি। এখান থেকেই অ্যাথলিটদের জীবন পাল্টে যায়। তাই তো এতদিন বলা হতো, জেতা নয়, অলিম্পিকে অংশগ্রহণ করাটাই সবথেকে বড় কথা। অলিম্পিকের গেমস ভিলেজ মানে বিশ্বখ্যাতদের কাছ থেকে দেখার সুযোগও বটে।

আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু

আর সেই গেমস ভিলেজে দীপা কর্মকারের সঙ্গে সাক্ষাত্‍ হয়েছিল বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্টের। ডাইনিং হলে উসেইনন বোল্টকে দেখে মোহিত দীপা কর্মকার।দীপার সঙ্গে কথা বলেছেন সচিন তেন্ডুলকারও। দীপার দাবি, সচিন তাঁকে বলেছেন আগামিতে আরও ভাল ফল করতে হবে।

আরও পড়ুন  ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কমেছে তাই জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারেজ

Read More