Home> খেলা
Advertisement

উমেশ যাদবের বাউন্সারে হেলমেটে আঘাত! রাঁচিতে আর ব্যাট করলেন না এলগার

ডিন এলগার আর নামেননি ব্যাট করতে।

উমেশ যাদবের বাউন্সারে হেলমেটে আঘাত! রাঁচিতে আর ব্যাট করলেন না এলগার

নিজস্ব প্রতিবেদন: রাঁচিতে তৃতীয় টেস্টে ফলো অন করতে নেমে খাদের কিনারে দক্ষিণ আফ্রিকা। মহম্মদ শামি ও উমেশ যাদবের আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা প্রোটিয়া টপ অর্ডার। ফলো অন করতে নেমে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা প্রোটিয়াদের সামনে বড় ধাক্কা।

ওপেনার ডিন এলগার একটু ধরে ব্যাটিং করছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে উমেশ যাদবেন একটা নির্বিষ বাউন্সার লাগে এলগারের হেলমেটে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। বলের লাইন থেকে চোখ সরিয়ে নেওয়াতেই এই বিপত্তি! এরপর ভারতীয় ক্রিকেটাররা একে একে ছুটে আসেন তাঁর কাছে, খবর নেন এলগারের। ছুটে আসেন প্রোটিয়াদের ফিজিও। এরপর আম্পায়াররা তৃতীয় দিনের চা পানের বিরতি ঘোষণা করেন।

 

চা পানের বিরতির পর হেনরি ক্লাসেনের সঙ্গে ব্যাট হাতে নামেন জর্জ লিন্ডে। ডিন এলগার আর নামেননি ব্যাট করতে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পক্ষ থেকে জানা যায় তৃতীয় টেস্টে আর ব্যাট করতে নামবেন না ডিন এলগার। কনকাশন সাবস্টিটিউট হিসেবে এলগারের পরিবর্তে ব্যাট করবেন ডি ব্রুইন। শেষ পর্যন্ত লিন্ডে আউট হতেই ক্রিজে নামেন পরিবর্ত ডি ব্রুইন।     

আরও পড়ুন - তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে ইনিংসে হার বাঁচাতে লড়ছে দক্ষিণ আফ্রিকা

Read More