Home> খেলা
Advertisement

জয় দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত

জয় দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। প্রথম দিন উজবেকিস্তানের বিরুদ্ধে দুটি সিঙ্গলস টাই জিতে দুই-শূন্য ফলে এগিয়ে গেল ভারতীয় দল। আগামীকাল ডবলস ম্যাচ ভারতের। ডেভিস কাপের এশিয়া ওশিনিয়া গ্রুপ ওয়ানের টাইয়ে দুই-শূন্য ফলে এগিয়ে গেল ভারত। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের টাইয়ে উজবেকিস্তানের তেমুর ইসামিলোভকে চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দেন রামকুমার রামানাথন। ভারতের এই টেনিস খেলোয়াড় ম্যাচ জিতে নেন ছয়-দুই, পাঁচ-সাত, ছয়-দুই, সাত-পাঁচ ফলে। প্রথম সেট সহজেই জিতলেও দ্বিতীয় সেটে কামব্যাক করেন তেমুর।

জয় দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত

ওয়েব ডেস্ক: জয় দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। প্রথম দিন উজবেকিস্তানের বিরুদ্ধে দুটি সিঙ্গলস টাই জিতে দুই-শূন্য ফলে এগিয়ে গেল ভারতীয় দল। আগামীকাল ডবলস ম্যাচ ভারতের। ডেভিস কাপের এশিয়া ওশিনিয়া গ্রুপ ওয়ানের টাইয়ে দুই-শূন্য ফলে এগিয়ে গেল ভারত। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের টাইয়ে উজবেকিস্তানের তেমুর ইসামিলোভকে চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দেন রামকুমার রামানাথন। ভারতের এই টেনিস খেলোয়াড় ম্যাচ জিতে নেন ছয়-দুই, পাঁচ-সাত, ছয়-দুই, সাত-পাঁচ ফলে। প্রথম সেট সহজেই জিতলেও দ্বিতীয় সেটে কামব্যাক করেন তেমুর।

আরও পড়ুন ধোনির সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করছেন ইমরান তাহির

তবে পরপর দুটি সেট জিতে ভারতকে এগিয়ে দেন রামানাথন। দ্বিতীয় সিঙ্গলস ম্যাচে উজবেকিস্তানের সাঞ্জার ফেজিয়েভকে হারিয়ে দেন ভারতের প্রজনেশ গুন্নেশ্বরন। ভারতের হয়ে ডেভিস কাপের অভিষেক ম্যাচেই নজড় কাড়লেন ভারতের এই তরুণ তুর্কি। আড়াই ঘন্টা চলা ম্যাচ তিন-এক সেটের ব্যবধানে জিতে নেন প্রজনেশ। শুক্রবার উজবেকিস্তানের বিরুদ্ধে ডবলস ম্যাচ খেলবে ভারত। গ্রুপ ওয়ানের টাই যেদল জিতবে সেই দল সেপ্টেম্বরে ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে খেলবে।

আরও পড়ুন  ২৭ বছরের ডেভিস কাপের কেরিয়ারে এই প্রথম দলের বাইরে লিয়েন্ডার পেজ

Read More