Home> খেলা
Advertisement

David Johnson Dies: মর্মান্তিক, ব্যালকনি থেকে পড়ে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! ‘আত্মহত্যা’র সন্দেহ

David Johnson Dies After Falling From Balcony: ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া! আচমকাই মৃত্য়ুসংবাদ এল ৫২ বছরে  

David Johnson Dies: মর্মান্তিক, ব্যালকনি থেকে পড়ে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! ‘আত্মহত্যা’র সন্দেহ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টায় ভারত-আফগানিস্তান (IND vs AFG) টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্য়াচে মুখোমুখি হচ্ছে। আর তার আগেই ভারতীয় ক্রিকেটে নেমে এল শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন ভারতীয় পেসার ডেভিড জনসন।

কর্ণাটকের বছর ৫২-র ক্রিকেটার বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। জানা যাচ্ছে বেঙ্গালুরুর ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মারা গিয়েছেন জনসন। তাঁর মৃত্য়ু নিয়ে উঠছে প্রশ্ন। একাধিক রিপোর্ট বলছে যে, দীর্ঘদিন অবসাদে ভোগা ক্রিকেটার হয়তো আত্মহননের পথই বেছে নিয়েছেন। কারণ মন এবং শরীরের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে তিনি আর যুজতে পারছিলেন না। জনসনের মৃত্য়ুর তদন্ত করে দেখছে কোঠানপুর পুলিস।  

আরও পড়ুন: মেয়েদের ক্রিকেটে আজ মাইলস্টোন! বেঙ্গালুরুতে সিরিজ জয়ের দিনে শুধুই রেকর্ডের বন্যা

জনসন ১৯৭১ সালের ১৬ অক্টোবর কর্ণাটকে জন্মগ্রহণ করেন। নয়ের দশকের মাঝামাঝি সময়ে ভারতীয় ক্রিকেটে তাঁকে দেখেছিল। ভারতের হয়ে ২টি টেস্ট খেলে পেয়েছিলেন ৩ উইকেট। ১৯৯৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম) টেস্ট অভিষেক করেছিলেন। অজিদের বিরুদ্ধে জোড়া টেস্টের মধ্য়ে একটি টেস্টে জনসন ১৫৭.৮ কিলোমিটার বেগে বল করে চমকে দিয়েছিলেন। জনসনের শিকার হয়েছেন মাইকেল স্ল্যাটার, হার্শেল গিবস ও ব্রায়ান ম্য়াকমিলানের।

আগুনে গতির অস্ত্র থাকা সত্ত্বেও জনসন কখনও দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলার সুযোগ পাননি।  জনসনের ঘরোয়া ক্রিকেটের বায়োডেটা রীতিমতো ঈর্ষণীয়। কর্ণাটকের হয়ে ৩৯টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন তিনি। ১৯৯৫-৯৬ সালে রঞ্জি ট্রফিতে তিনি কেরলের বিরুদ্ধে ১৫২ রান খরচ করে ১০ উইকেট নিয়েছিলেন। কর্ণাটকের হয়ে খেলেই তাঁর জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল। জনসনের মৃত্যুতে গভীর শোকাহত বিসিসিআই সচিব জয় শাহ, প্রাক্তন কিংবদন্তি পেসার অনিল কুম্বলে ও জাতীয় দলের ভাবী কোচ গৌতম গম্ভীর।

আরও পড়ুন:'তেরা ইন্ডিয়া নেহি হ্যায়...' রণংদেহী পাক পেসার! চড়াও হলেন সমর্থকের উপর

(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More