Home> খেলা
Advertisement

SC East Bengal: চিমা চলে এলেন ভারতে, সোশ্যালে দুরন্ত ভিডিও লাল-হলুদের

চিমা এক বছরের চুক্তিতে লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন।

SC East Bengal: চিমা চলে এলেন ভারতে, সোশ্যালে দুরন্ত ভিডিও লাল-হলুদের

নিজস্ব প্রতিবেদন: তিন সপ্তাহ আগে ড্যানিয়েল চিমাকে (Daniel Chima) সই করিয়েছিল ইস্টবেঙ্গল। অবশেষে নরওয়ের স্ট্রাইকারকে চলে এলেন ভারতে। ইস্টবেঙ্গল গোয়ায় প্রাক মরসুমের প্রস্তুতি নিচ্ছে। গোয়ার হোটেলেই সরাসরি উঠলেন চিমা। 

আমির দেরভিসেভিচকে, টমিস্লাভ মারচেলার, ফ্রাঞ্জো পার্চের পর ইস্টবেঙ্গল চতুর্থ বিদেশি হিসেবে দলে নিয়েছে চিমাকে। এক বছরের চুক্তিতে নরওয়ের এই স্ট্রাইকার এসেছেন ক্লাবে। নিজের দেশের হয়ে তিনবার প্রথম ডিভিশন লিগ জিতেছেন চিমা।

আরও পড়ুন: SC East Bengal: চিমা চলে এলেন ভারতে, সোশ্যালে দুরন্ত ভিডিও লাল-হলুদের

৫ ফুট ১১ ইঞ্চির বছর তিরিশের নাইজেরিয়ার স্ট্রাইকার যে ইস্টবেঙ্গলে আসবেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। নরওয়ের ক্লাব মোল্ড এফকে-র হয়ে তিনবার সে দেশের লিগ জিতেছেন চিমা। নরওয়ে, চিন ও ফিনল্যান্ডের মতো দেশের হয়েও বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। এখন দেখার ইস্টবেঙ্গলের হয়ে আইসএসএলে কী ফুল ফোটাতে পারেন তিনি।

অষ্টম আইএসএলে লাল-হলুদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কোচ মানলোর। দেখা যাক কবে থেকে ইস্টবেঙ্গল পুরো দমে ম্যাচ প্র্যাকটিস করতে পারে। ২০১১-২০১৪ মরসুমে চিমার কোচ ছিলেন বর্তমান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ওলে সোলসার। তাঁর কোচিংয়েই দুরন্ত ফর্মে নরওয়ের লিগ খেলেছেন চিমা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

Read More