Home> খেলা
Advertisement

Cristiano Ronaldo: হ্যাটট্রিকের সঙ্গে চার গোল দেগে ফেরার বার্তা দিলেন ৩৮ বছরের রোনাল্ডো

Cristiano Ronaldo: বৃহস্পতিবার সৌদি লিগে আল ওয়েহেদার বিরুদ্ধে রোনাল্ডো দেখে মনেই হয়নি যে তিনি সদ্যই ৩৮ পেরিয়েছেন। ম্যাচের প্রথমার্ধে তিনি করলেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে আরও দু’গোল। গোটা ম্যাচজুড়ে যেন শুধু তিনিই খেলে গেলেন।

Cristiano Ronaldo: হ্যাটট্রিকের সঙ্গে চার গোল দেগে ফেরার বার্তা দিলেন ৩৮ বছরের রোনাল্ডো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়নরা এত সহজে ফুরিয়ে যান না। তাঁদের বুকের ভিতরে একটা ছাই চাপা আগুন থাকে। সেই আগুন লাভা হয়ে বেরিয়ে আসে মোক্ষম সময়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্ষেত্রেও তো সেটাই হল। সৌদি আরবে (Saudi Arabia) পা রাখার পর থেকে নিজের প্রতি সুবিচার করতে পারছিলেন না। ফলে ক্লাব কর্তাদের থেকে শুরু করে নেটপাড়া, সব জায়গায় সমালোচনা হজম করছিলেন পর্তুগালের (Portugal) মহাতারকা। আর সেই জমা ক্ষোভ উগরে দিলেন সৌদি প্রো লিগে (Saudi Pro League) আল ওয়েহেদার (Al Wehda FC) বিরুদ্ধে শুধু হ্যাটট্রিক করেই থামলেন না। 'একাই একশ' মেজাজে বিপক্ষের জালে দেগে দিলেন চার গোল। আর এই পারফরম্যান্সের সুবাদেই বিপক্ষের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেল আল নাসের (Al Nassar FC)। 

সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েও প্রো লিগে দুর্দান্ত পারফর্ম করে চলেছে রোনল্ডোর দল। প্রো লিগের অভিষেক ম্যাচে গোল পাননি, পরের ম্যাচে গোল পেলেও রোনাল্ডোসুলভ পারফরম্যান্স ছিল না। তবে বৃহস্পতিবার রাতে আল ওয়েহেদারের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করলেন 'সিআর সেভেন' (CR7)। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিপক্ষ দল। ২১ মিনিটে নিজের প্রথম গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। লিগ কেরিয়ারে এটি ছিল তাঁর ৫০০তম গোল। এরপর ৪০ ও ৫৩ মিনিটে গোল করে ৬১তম হ্যাটট্রিক পূরণ করেন আল নাসেরের অধিনায়ক। 

এরপর ৬১ মিনিটে ফের একবার ওয়েহেদার জালে বল পাঠান ৩৮ বছর বয়সী রোনাল্ডো। বড় জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে আছে আল নাসের। এক ম্যাচ বেশি খেলা আল শাবাবের পয়েন্টও ৩৭, তবে তারা পিছিয়ে আছে গোল ব্যবধানে। এ ছাড়া আল ইতিহাদ রয়েছে পয়েন্ট তালিকার তিনে। আল হিলালের অবস্থান চারে। 

fallbacks

আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: নাগপুরের পিচ র‍্যাঙ্ক টার্নার নয়, মাঠের বাইরেও অজিদের পুঁতে দিলেন জাদেজা

আরও পড়ুন: Ravindra Jadeja Controversy, BGT 2023: আঙুলে সন্দেহজনক জেল! বল বিকৃতি করলেন জাদেজা? ভাইরাল ভিডিয়োতে উত্তাল ক্রিকেট দুনিয়া

বৃহস্পতিবার সৌদি লিগে আল ওয়েহেদার বিরুদ্ধে রোনাল্ডো দেখে মনেই হয়নি যে তিনি সদ্যই ৩৮ পেরিয়েছেন। ম্যাচের প্রথমার্ধে তিনি করলেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে আরও দু’গোল। গোটা ম্যাচজুড়ে যেন শুধু তিনিই খেলে গেলেন। ম্যাচে তিনি ছাড়া আর কেউ গোলও করতে পারেননি। আল নাসের জিতলও ৪-০ গোলেই। মজার কথা হল, সৌদি লিগের ইতিহাসে রোনাল্ডোই প্রথম ফুটবলার যিনি এক ম্যাচে ৪ গোল করলেন।

চার গোল করে আরও বড় একটি রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন তিনি। নিজের ক্লাব কেরিয়ারে ৫০০ গোলের গন্ডি পেরিয়ে গিয়েছেন। সঙ্গে এই চার গোলের জন্য ক্লাব কেরিয়ারে তাঁর গোলসংখ্যা হয়ে গেল ৪০৩। তিনি সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের (৩১১) হয়ে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোলসংখ্যা ১০৩। জুভেন্তাসের জার্সিতে গোল করেছেন ৮১টি। আল নাসেরের জার্সিতে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৫। এছাড়া স্পোর্টিং লিসবনের হয়ে ৩টি গোল রয়েছে রোনাল্ডোর। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More