Home> খেলা
Advertisement

বলে স্যানিটাইজার লাগিয়ে নয় ম্যাচ নির্বাসিত অজি ক্রিকেটার

বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে ঘাম ব্যবহার করতে পারবেন বোলার কিংবা ফিল্ডাররা।

বলে স্যানিটাইজার লাগিয়ে নয় ম্যাচ নির্বাসিত অজি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী ক্রিকেটে একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে ঘাম ব্যবহার করতে পারবেন বোলার কিংবা ফিল্ডাররা। কিন্তু বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে বিরাট শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার পেসার মিচ ক্লেডন।

fallbacks
ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্ট বব উইলিস ট্রফিতে একটি ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নয় ম্যাচ নির্বাসিত হলেন সাসেক্সের অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন। ২২ অগাস্ট মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচে ক্লেডন এই কাণ্ড ঘটিয়েছিলেন। এরপর ওই ম্যাচের তদন্তের পর ক্লেডনকে ৯ ম্যাচের জন্য নির্বাসিত করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।

 

ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে,   মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন ক্লেডন । আর এই অপরাধের জন্য নয় ম্যাচ নির্বাসিত করা হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না হলেও ৩৭ বছর বয়সী ক্লেডন ১১২ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন।


আরও পড়ুন - IPL 2020: নিয়ম ভাঙলে নির্বাসন!  জৈব সুরক্ষা নিয়ে আরও কড়া বোর্ড

 

Read More