Home> খেলা
Advertisement

আমফানে বিধ্বস্ত বাংলা-ওড়িশার পাশে বিরাটরা, বিপর্যস্ত মানুষের জন্য প্রার্থনা রাহুল-লক্ষ্মণদের

কয়েক হাজার মাইল দূরে থাকলেও আমফানের তাণ্ডব ছুঁয়ে গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির।

 আমফানে বিধ্বস্ত বাংলা-ওড়িশার পাশে বিরাটরা, বিপর্যস্ত মানুষের জন্য প্রার্থনা রাহুল-লক্ষ্মণদের

নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় আমফানের দাপটে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ-ওড়িশা। আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখতে শুক্রবার রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক হাজার মাইল দূরে থাকলেও আমফানের তাণ্ডব ছুঁয়ে গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। শুধু বিরাট কোহলি একা নন আমফান বিপর্যস্ত মানুষদের জন্য প্রার্থনায় রবীন্দ্র জাদেজা, হরভজন সিং থেকে কেএল রাহুল, কুলদীপ যাদব এমনকী ভিভিএস লক্ষ্মণও।

বৃহস্পতিবারই টুইট করে বিরাট কোহলি লেখেন, "ওড়িশা এবং পশ্চিমবাংলায় যে সকল মানুষ আমফানের কবলে পড়েছেন তাঁদের জন্য আমার চিন্তা হচ্ছে, প্রার্থনা করি ভগবান যেন সবাইকে রক্ষা করেন।সব কিছু তাড়াতাড়ি আবারহ আগের মতো হয়ে যাক। #প্রেফরওয়েস্টবেঙ্গল"


কলকাতা বরাবরই প্রাক্তন ভারতীয় স্পিনারের পছন্দের জায়গা। সেই কলকাতা যাতে সুরক্ষিত থাকে তার জন্য প্রার্থনা করেছেন ভাজ্জি।

 

 

বাংলা ও ওড়িশায় সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রার্থনা করেছেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহল এমনকী কুলদীপ যাদবও।

 


কলকাতা ময়দানের সঙ্গে আবার সরাসরি যোগ রয়েছে ভিভিএস লক্ষ্মণের। কারণ বাংলা ক্রিকেটের ব্যাটিং পরামর্শদাতা তিনি। সেই লক্ষ্মণ টুইট করে লিখেছেন, "আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে সকলেই যাচ্ছি। পূর্ব ভারতের বিপর্যস্ত মানুষদের পাশে আছি। ওদের জন্য প্রার্থনা করছি।"

 

আরও পড়ুন - করোনার মাঝে আমফান, কঠিন চ্যালেঞ্জের সঙ্গে লড়াই  কলকাতা পুলিসের; কুর্নিশ সৌরভের

Read More