Home> খেলা
Advertisement

কোস্টা রিকাকে ২-০ গোলে হারিয়ে রাশিয়ায় প্রথম জয় পেল ব্রাজিল

'ভার' বাঁচিয়ে দেয় কোস্টা রিকাকে। পেনাল্টি বাতিল হয় ব্রাজিলের।

কোস্টা রিকাকে ২-০ গোলে হারিয়ে রাশিয়ায় প্রথম জয় পেল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদন :  তিন ম্যাচ পরে বিশ্বকাপে জয় পেল ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে হার, নেদারল্যান্ডসের কাছে তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে হার, ২০১৮ বিশ্বকাপে রাশিয়া প্রথম ম্যাচে সুইত্জারল্যান্ডের সঙ্গে ড্র করার পর শুক্রবার কোস্টা রিকাকে ২-০ গোলে হারাল সেলেকাওরা।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ম্যাচের শুরু থেকেই আক্রমন প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেইমার, জেসুস, কুটিনহো, মার্সেলোরা। ৭৮ মিনিটে বক্সে নেইমারকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু 'ভার' বাঁচিয়ে দেয় কোস্টা রিকাকে। পেনাল্টি বাতিল হয় ব্রাজিলের। তবে সেলেকাওদের মুহুর্মুহু আক্রমণে কোস্টা রিকা গোলের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন কেলোর নাভাস।

আরও পড়ুন- নেইমারকে আরও বেশি করে প্রয়োজন ব্রাজিলের : মারাদোনা

সবাই যখন ধরে নিয়েছে ম্যাচ ড্র। ঠিক তখনই নাটকের শুরু সেন্ট পিটার্সবার্গে। ৯০ মিনিটে কুটিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। এখানেই শেষ নয়, ইনজুরি টাইমের শেষলগ্নে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ালেন নেইমার। কোস্টা রিকাকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম জয় পেল তিতের ছেলেরা।   

Read More