Home> খেলা
Advertisement

জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল কলম্বিয়া

জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল কলম্বিয়া। আয়োজক দেশ ইউএসএ-কে দুই-শূন্য গোলে হারিয়ে দিল হোসে পেকারম্যানের দল। প্রথমার্ধে ক্রিশ্চিয়ান জাপোটা আর হামেশ রডরিগেজের গোল লাতিন আমেরিকার দলটির জয় নিশ্চিত করে দেয়। দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই করেও কাজের কাজ করতে পারেনি ক্লিন্সম্যানের ইউএসএ। খেলার শুরুর আট মিনিটেই মধ্যেই গোল পেয়ে যায় কলম্বিয়া। এডউইন কারডোনার কর্নার থেকে গোল করে যান সেন্টার ব্যাক জাপোটা। আন্তর্জাতিক ফুটবলে কলম্বিয়ান ডিফেন্ডারের এটি প্রথম গোল। বিরতির আগেই ব্যবধান বাড়ান রিয়ালের তারকা ফুটবলার হামেশ রডরিগেজ। বক্সের মধ্যে ইউএসএ-র এক ফুটবলার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় কলম্বিয়া। গোল করতে ভুল করেননি হামেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য উজ্জীবিত ফুটবল খেলে আয়োজক দেশ। গোলের সুযোগও তৈরি করে তারা। ডেম্পসের হেড গোললাইন সেভ করেন সেবাস্তিয়ান পেরেজ। তাঁর ফ্রিকিক দুরন্ত সেভ করেন কলম্বিয়া গোলকিপার ওসপিনা। কিন্তু কাঙ্খিত গোল করতে ব্যর্থ হয় তারা। প্রথম ম্যাচে জিতলেও তারকা স্ট্রাইকার রডরিগেজের কাঁধের চোট চিন্তায় রাখবে কলম্বিয়া টিম ম্যানেজমেন্টকে।

জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল কলম্বিয়া

ওয়েব ডেস্ক: জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল কলম্বিয়া। আয়োজক দেশ ইউএসএ-কে দুই-শূন্য গোলে হারিয়ে দিল হোসে পেকারম্যানের দল। প্রথমার্ধে ক্রিশ্চিয়ান জাপোটা আর হামেশ রডরিগেজের গোল লাতিন আমেরিকার দলটির জয় নিশ্চিত করে দেয়। দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই করেও কাজের কাজ করতে পারেনি ক্লিন্সম্যানের ইউএসএ। খেলার শুরুর আট মিনিটেই মধ্যেই গোল পেয়ে যায় কলম্বিয়া। এডউইন কারডোনার কর্নার থেকে গোল করে যান সেন্টার ব্যাক জাপোটা। আন্তর্জাতিক ফুটবলে কলম্বিয়ান ডিফেন্ডারের এটি প্রথম গোল। বিরতির আগেই ব্যবধান বাড়ান রিয়ালের তারকা ফুটবলার হামেশ রডরিগেজ। বক্সের মধ্যে ইউএসএ-র এক ফুটবলার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় কলম্বিয়া। গোল করতে ভুল করেননি হামেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য উজ্জীবিত ফুটবল খেলে আয়োজক দেশ। গোলের সুযোগও তৈরি করে তারা। ডেম্পসের হেড গোললাইন সেভ করেন সেবাস্তিয়ান পেরেজ। তাঁর ফ্রিকিক দুরন্ত সেভ করেন কলম্বিয়া গোলকিপার ওসপিনা। কিন্তু কাঙ্খিত গোল করতে ব্যর্থ হয় তারা। প্রথম ম্যাচে জিতলেও তারকা স্ট্রাইকার রডরিগেজের কাঁধের চোট চিন্তায় রাখবে কলম্বিয়া টিম ম্যানেজমেন্টকে।

Read More