Home> খেলা
Advertisement

Sunil Chhetri | India vs Kuwait: বাংলায় ফুটবলের প্রসারে সুনীলকে কাজ করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর!

ভারতীয় ফুটবলে 'এন্ড অফ অ্য়ান এরা'। বর্তমান থেকে প্রাক্তন হয়ে গেলেন কিংবদন্তি সুনীল ছেত্রী। কলকাতাতেই দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন তিনি। বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের কুয়েত বিরুদ্ধে শেষ ম্যাচ খেললেন যুবভারতীতে।

Sunil Chhetri | India vs Kuwait: বাংলায় ফুটবলের প্রসারে সুনীলকে কাজ করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর!

দেবাঞ্জন বন্দ্যোপাধ্য়ায়: বল পায়ে আর নামবেন না মাঠে! যেদিন ফুটবল কেরিয়ারে ইতি টানলেন, সেদিন সুনীল ছেত্রীকে বাংলায় ফুটবল প্রসারে স্বার্থে কাজ করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর ফোন থেকে সদ্য প্রাক্তন ফুটবলারের সঙ্গে কথা বললেন তিনি নিজে। 

আরও পড়ুন:  Sunil Chhetri | India vs Kuwait: সুনীল সুনামিতে ভাসল শহর, বিশ্বকাপের ইতিহাস হল অনিশ্চিত

ভারতীয় ফুটবলে 'এন্ড অফ অ্য়ান এরা'। বর্তমান থেকে প্রাক্তন হয়ে গেলেন কিংবদন্তি সুনীল ছেত্রী। কলকাতাতেই দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন তিনি। বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের কুয়েত বিরুদ্ধে শেষ ম্যাচ খেললেন যুবভারতীতে।

এদিন যুবভারতীতে সুনীলকে মুখ্যমন্ত্রীর তরফে বিদায় সংবর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নকশা করা 
উনিশটা সোনার কয়েন দিয়ে তৈরি সোনার হার, স্যুট ,শাড়ি ও  উনিশটা গোলাপ তুলে দেওয়া হয় সুনীল ছেত্রীর হাতে।

এদিকে ম্যাচের আগে দুপুরে সুনীলের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী জানান, মুখ্য়মন্ত্রী বলেছেন, 'আমি তোমাকে প্রথম অফার দিচ্ছি। বাংলার ফুটবলকে এগিয়ে নিতে তোমাকে ব্যবহার করতে চাই। তোমার যে কোন প্রয়োজনে আমাকে জানিও'।

আরও পড়ুন:  IND vs PAK | T20 World Cup: বাজারে বিশ্বকাপ সরার খবর! এবার বদলে গেল বাবরদের হোটেলই, হচ্ছেটা কী নিউ ইয়র্কে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More