Home> খেলা
Advertisement

Eammi East Bengal, CFL 2022: জয় এখনও অধরা, ভবানীপুরের কাছে দুই গোলে হেরে গেল লাল-হলুদ

Eammi East Bengal, CFL 2022: ২৯ অক্টোবর আইএসএল-এর মেগা ডার্বি। সেখানেও শুরুটা ভাল হয়নি স্টিফেন কনস্ট্যানটাইনের দলের। তবে গত ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটডের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে কনস্ট্যানটাইনের ছেলেরা।

Eammi East Bengal, CFL 2022: জয় এখনও অধরা, ভবানীপুরের কাছে দুই গোলে হেরে গেল লাল-হলুদ

ভবানীপুর–২ ইস্টবেঙ্গল-০
(জিতেন, ক্রিজো)

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন ম্যাচ হয়ে গেল। চলতি কলকাতা লিগে (Calcutta Football League 2022) এখনও ইমামি ইস্টবেঙ্গলের (Eammi East Bengal) জয় অধরা। প্রথম দুই ম্যাচ ড্রয়ের পরে বুধবার ভবানীপুরের (Bhawanipore) কাছে হেরেই গেল বিনো জর্জের (Bino Geroge) লাল-হলুদ। তাও আবার ৩ গোলে হেরে গেল শতাব্দীপ্রাচীন ক্লাব। লাল-হলুদের জালে বল জড়ালেন কয়েক বছর আগে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া জিতেন মুর্ম (Jiten Murmu)। আর একটি গোল করেন ক্রিজো (Krijo)। 

কেরালাকে সন্তোষ ট্রফি এনে দেওয়া বিনো জর্জ ইস্টবেঙ্গলের ওচ হিসেবে একেবারে ব্যর্থ। সেটা প্রতি ম্যাচেই প্রমাণ হচ্ছে। উল্টে ভবানীপুর প্রতিটি বিভাগে টেক্কা দিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলকে। রঞ্জন চৌধুরীর দলে রয়েছেন কিংশুক দেবনাথের মতো অভিজ্ঞ ফুটবলার। রিয়াল কাশ্মীরের হয়ে আই লিগ খেলা ক্রিজো এদিন গোল করেন ভবানীপুরের হয়ে। ক্রিজো গোলটি করেন খেলার দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে জিতেনের গোলেই এগিয়ে ছিল ভবানীপুর। ক্রিজো ব্যবধান বাড়িয়ে ২-০ করেন। এদিন ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়ার জন্য এরিয়ান্সকে টপকে কলকাতা লিগে দ্বিতীয় স্থানে উঠে এল ভবানীপুর। শীর্ষ স্থানে রয়েছে মহামেডান স্পোর্টিং। ফলে লিগ জেতার দৌড়ে কিন্তু রয়ে গিয়েছে ভবানীপুরও। এমন খারাপ পারফরম্যান্সের জন্য ইস্টবেঙ্গল লিগ জেতার দৌড় থেকে অনেক পিছিয়ে গেল। সেটা কিন্তু এখনই লিখে দেওয়া যায়। 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
 
কলকাতা লিগের প্রথম পর্বে দুরন্ত পারফরম্যান্স করে সুপার সিক্সে ওঠেছিল ভবানীপুর। উইলিস প্লাজা চোট থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। সুপার সিক্সে সাদা-কালো বাহিনী রকাছে হেরে গিয়েছিল রঞ্জন চৌধুরীর ছেলেরা। কিন্তু আগের ম্যাচে খিদিরপুরকে উড়িয়ে দেয় ভবানীপুর। সেই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে এদিন মাঠে নামে ভবানীপুর। বিনো জর্জের ইস্টবেঙ্গলকে দাঁড়াতেই দিল না রঞ্জন চৌধুরীর ছেলেরা। 

আরও পড়ুন: Team India, BCCI: রোহিতদের নিম্নমানের খাবার নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই, কী প্রতিক্রিয়া দিল আইসিসি?

আরও পড়ুন: Virat Kohli, ICC T20 World Cup 2022:পাকিস্তানকে দুরমুশ করে দশে ঢুকে গেলেন 'কিং কোহলি'

২৯ অক্টোবর আইএসএল-এর মেগা ডার্বি। সেখানেও শুরুটা ভাল হয়নি স্টিফেন কনস্ট্যানটাইনের দলের। তবে গত ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটডের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে কনস্ট্যানটাইনের ছেলেরা। এই মরসুমের আইএসএল-এ ৩-১ ব্যবধানে প্রথম জয় পায় ইস্টবেঙ্গল। তবে কলকাতা লিগে একেবারে নজর কাড়তে ব্যর্থ লাল-হলুদ। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

Read More