Home> খেলা
Advertisement

আধ ডজন ইউএস ওপেন জিতে এবার স্টেফিকে ধরতে ছুটছেন সেরেনা

রবিবার ম্যাচ শুরুর আগে ফ্লাশিং মেডো প্রায় ধরেই নিয়েছিল খেলার ফল। তার জন্য অবশ্য নিরাশ হতে হয়নি। প্রত্যাশামতো এক নম্বর টেনিস তারকার হাতেই ঝলসে উঠল ২০১৪ সালের ইউএস ওপেন মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নের ট্রফিটা। ক্যারোলিন ওজনিয়াকিকে স্ট্রেট সেটে হারালেন সেরেনা। খেলার ফল ৬-৩, ৬-৩।

আধ ডজন ইউএস ওপেন জিতে এবার স্টেফিকে ধরতে ছুটছেন সেরেনা

ওয়েব ডেস্ক: রবিবার ম্যাচ শুরুর আগে ফ্লাশিং মেডো প্রায় ধরেই নিয়েছিল খেলার ফল। তার জন্য অবশ্য নিরাশ হতে হয়নি। প্রত্যাশামতো এক নম্বর টেনিস তারকার হাতেই ঝলসে উঠল ২০১৪ সালের ইউএস ওপেন মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নের ট্রফিটা। ক্যারোলিন ওজনিয়াকিকে স্ট্রেট সেটে হারালেন সেরেনা। খেলার ফল ৬-৩, ৬-৩। গোটা প্রতিযোগিতায় কোনও সেট না খুইয়ে চ্যাম্পিয়ন হলেন সেরেনা।

এ নিয়ে পরপর তিন বার এবং কেরিয়ারের ষষ্ঠ ইউএস ওপেন জিতলেন সেরেনা। এটি তাঁর ১৮তম গ্র্যান্ড স্ল্যাম। রবিবারের জয়ের পর টেনিস সার্কিটে মেজর টাইটেল জয়ের নিরিখে যৌথভাবে চার নম্বরে চলে এলেন ১৯ দিন পর ৩৩শে পা দিতে-চলা এই কৃষ্ণাঙ্গী। সামনে স্টেফি গ্রাফ, মার্টিনা নাভ্রাতিলোভা আর ক্রিস এভার্ট।

 

সেরেনার গ্র্যান্ডস্লাম (১৯)

অস্ট্রেলিয়ান ওপেন-২০০৩,২০০৫,২০০৭,২০০৯,২০১০

ফরাসি ওপেন-২০১০,২০১৩

উইম্বলডন-২০০২,২০০৩,২০০৯,২০১০,২০১২

ইউএস ওপেন-১৯৯৯,২০০২,২০০৮,২০১২,২০১৩,২০১৪

Read More