Home> খেলা
Advertisement

Brendon McCullum, IPL: কেন ব্যাটিং কোচ David Hussey-কে ‘ট্রোল’ করলেন KKR-এর প্রথম শতরানকারী

প্রথম ম্যাচেই শতরান করে আইপিএল জমিয়ে দিয়েছিলেন ম্যাকালাম। মাত্র ৭৩ বলে ১৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। মেরেছিলেন ১০টি চার, ১৩টি ছয়।

Brendon McCullum, IPL: কেন ব্যাটিং কোচ David Hussey-কে ‘ট্রোল’ করলেন KKR-এর প্রথম শতরানকারী

নিজস্ব প্রতিবেদন: দুজন দুই দেশের মানুষ হলেও, একে অপরের দারুণ বন্ধু। সুযোগ পেয়েই কাছের বন্ধু ডেভিড হাসিকে (David Hussey) ‘ট্রোল’ করলেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)! কিন্তু কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Kinght Riders) হেড কোচ হঠাৎ দলের ব্যাটিং কোচকে ‘ট্রোল’ করলেন! আসলে আইপিএল-এর ১৫ তম বর্ষপূর্তি নিয়ে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাককালাম এবং হাসি। তাঁরা ২০০৮ সালে ক্রোড়পতি লিগের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে মারমুখী মেজাজে শতরান করেছিলেন নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অধিনায়ক। এরপর ১৫ বছর কেটে গেলেও, নাইটদের হয়ে কেউ শতরান করতে পারেননি। তাই নাইটদের ব্যাটিং কোচকে কথা শুনিয়ে দিলেন তিনি। 

সেই ইনিংস নিয়েই ম্যাকালামকে প্রশ্ন করেন ব্যাটিং কোচ ও মেন্টর হাসি। ম্যাকালামকে উদ্দেশ্য করে হাসি বলেন, "তোমার ইনিংসের বিষয়টা বল। সেটাই আইপিএল-এর ইতিহাসে কেকেআর -এর কোনও খেলোয়াড়ের একমাত্র শতরান। তাও আইপিএল-এর প্রথম ইনিংসে এসেছিল। সেই ঘটনার স্মৃতি একটু বল।" জবাবে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাকে ‘ট্রোল’ করলেন ম্যাকালাম। হেসে হেসেই ম্যাকালাম বলেন, ‘দ্বিতীয় শতরান নিয়ে তোমায় কাজ করতে হবে। কারণ তুমি কেকেআর-এর  ব্যাটিং কোচ। আশা করছি, চলতি মরশুমে তোমার হাত দ্রুত ধরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শতরান দেখতে পারব!' 

সেই বছর প্রথম ম্যাচেই শতরান করে আইপিএল জমিয়ে দিয়েছিলেন ম্যাকালাম। মাত্র ৭৩ বলে ১৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। মেরেছিলেন ১০টি চার, ১৩টি ছয়। ম্যাকালাম আরসিবি-র বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব চালালেও, ডেভিড হাসি রান পাননি। ১২ রানে ফিরেছিলেন এই অজি। যদিও ম্যাকালামের শতরানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২২ রান তুলে নেয় কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে  ৮২ রানে গুটিয়ে যায় আরসিবি। ফলে ১৪০ রানে জিতে যায় নাইটরা। 

আরও পড়ুন: Sunil Narine, IPL 2022: মাইলস্টোন ম্যাচের আগে কেন খেলা ছাড়ার ইঙ্গিত দিলেন 'মিস্ট্রি স্পিনার'? জেনে নিন

আরও পড়ুন: Sunil Narine, IPL 2022: প্রথম Knight হিসেবে ১৫০ ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন 'মিস্ট্রি স্পিনার'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More