Home> খেলা
Advertisement

Boxing Day Test: বুমরাহ-অশ্বিনদের দাপুটে বোলিং, ১৯৫ রানে শেষ অজিদের প্রথম ইনিংস, দিনের শেষে ভারত ৩৬/১

ফের ব্যর্থ স্টিভ স্মিথ (Steve Smith)। মেলবোর্নে রানের খাতাই খুলতে পারলেন না তিনি। ফের অশ্বিনের শিকার তিনি।

Boxing Day Test: বুমরাহ-অশ্বিনদের দাপুটে বোলিং, ১৯৫ রানে শেষ অজিদের প্রথম ইনিংস, দিনের শেষে ভারত ৩৬/১

নিজস্ব প্রতিবেদন: মেলবোর্নে ঐতিহাসিক বক্সিং ডে (Boxing Day Test) টেস্টের প্রথম দিনে দাপুটে বোলিং জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। আর তাতেই ১৯৫ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ফের ব্যর্থ স্টিভ স্মিথ (Steve Smith)। মেলবোর্নে রানের খাতাই খুলতে পারলেন না তিনি। ফের অশ্বিনের শিকার তিনি। চার উইকেট নিলেন বুমরাহ, তিন উইকেট নিলেন অশ্বিন। দিনের শেষে মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) উইকেট হারিয়ে ভারতের (Team India) স্কোর ৩৬/১।

 

শনিবার মেলবোর্নে (MCG) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক রাহানে।  অ্যাডিলেডে হারের ধাক্কা সামলে দাপুটে বোলিং ভারতীয় বোলারদের। আর তাতেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। রানের খাতা খুলতে পারেননি জো বার্নস (Joe Burns) আর স্টিভ স্মিথ (Steve Smith)। ম্যাথু ওয়েড ৩০, মার্নাস লাবুশানে ৪৮, ট্রাভিস হেড ৩৮ আর শেষ দিকে নাথান লিওঁর ২০ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৫ রান তোলে। ভারতের হয়ে জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চারটি, রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৩টি, মহম্মদ সিরাজ  (Mohammed Siraj) ২টি এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) একটি উইকেট নেন।    

 

 

আরও পড়ুন- Boxing Day Test: জাদেজার সঙ্গে ধাক্কা, অভিষেকেই বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন Shubman Gill 


ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া (Team India)। স্টার্কের বলে এলবিডব্লিউ মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।  রানের খাতা খুলতে পারেননি তিনি।  তবে টেস্ট অভিষেক হওয়া শুভমান গিলকে (Shubman Gill) বেশ সাবলীল দেখাল। দিনের শেষে ২৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। সঙ্গে ৭ রানে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা। দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬

ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হল মহম্মদ সিরাজ (Mohammed Siraj)এবং শুভমান গিলের (Shubman Gill)। প্রথম দিনের খেলায় নজর কাড়লেন দুই ক্রিকেটারই।

আরও পড়ুন- Boxing Day Test: অভিষেকেই Labuschagne'র উইকেট নিলেন Mohammed Siraj

Read More