Home> খেলা
Advertisement

ধাওয়ান লোহাচুর, রাহানে গন্ধক, ইশান্ত কাঠকয়লায় কোহলিদের জয়ের তুবড়িতে কটকে 'লেট দিওয়ালি'

ধাওয়ান লোহাচুর, রাহানে গন্ধক, ইশান্ত কাঠকয়লায় কোহলিদের জয়ের তুবড়িতে কটকে 'লেট দিওয়ালি'

ভারত-৩৬৩/৫, শ্রীলঙ্কা-১৯৪। ম্যাচের ফল-ভারত জয়ী ১৬৯ রানে।

ওয়েব ডেস্ক: কটকে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। কোহলির তরুণ ব্রিগেডের সামনে দাঁড়াতেই পারল না লঙ্কা বাহিনী। জোড়া শতরান করে ভারতের জয়ের ভিত গড়েন রাহানে ও ধাওয়ান। তারপর দুরন্ত বোলিং করলেন ইশান্ত শর্মা ও অক্ষর প্যাটেলরা।  

বিরাট কোহলির তরুণ ব্রিগেডের সামনে আত্মসমর্পণ করল অ্যাঞ্জেলো ম্যাথিউসের লঙ্কা বাহিনী। কটকের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ভারতেকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক। দুই ওপেনার ধাওয়ান ও রাহানের দুরন্ত শতরানের সৌজন্যে রানের পাহাড় গড়ে মেন ইন ব্লু। প্রথম উইকেটে দুই ওপেনার যোগ করেন ২৩১ রান। রাহানে একশো এগারো ও ধাওয়ান ১১৩ রান করে আউট হন।  

fallbacks

নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৬৩ রান করে ভারত। বড় রান তাড়া করতে নেমে  ১৯৪ রানেই  শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন জয়বর্ধনে। ইশান্ত শর্মার চারটি এবং  অক্ষর প্যাটেল ও উমেশ যাদব দুটি করে উইকেট পান। উইকেটের পিছনে চারটি ক্যাচ ধরেন বাংলার ঋদ্ধিমান সাহা। বড় জয়ের মধ্যেও ভারতকে দুশ্চিন্তায় রাখল বরুন অ্যারনের চোট।

Read More