Home> খেলা
Advertisement

এক বলে ১৩ রান, ক্রিকেট ম্যাচ নয় যেন টানটান থ্রিলার!

পর পর দুই বলে দুটো ছয়। তাও ওরকম পরিস্থিতিতে!

এক বলে ১৩ রান, ক্রিকেট ম্যাচ নয় যেন টানটান থ্রিলার!

নিজস্ব প্রতিনিধি : এক বলে ১৩ রান। ক্রিকেটীয় অভিধানে যা কি না কার্যত অসম্ভব একটা ব্যাপার। কিন্তু ক্রিকেট বলে কথা। এখানে অসম্ভব অনেক কিছুই সম্ভব হয়ে যায় কখনও কখনও। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ জানসি সুপার লিগের এক ম্যাচ পরিণত হল টানটান উত্তেজনার থ্রিলারে। জোজি স্টারস বনাম ডারবান হিটের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ল তরতরিয়ে। শেষমেশ নোনো পোঙ্গোলো নামের এক ব্যাটসম্যান প্রায় অসাধ্য সাধন করে ম্যাচ জেতালেন জোজি স্টারসকে।

আরও পড়ুন-  শতাব্দীর সেরা গুগলি কি এটাই? সাত বছরের খুদের বোলিংয়ে চমকে উঠলেন শেন ওয়ার্ন

জয়ের জন্য দুই বলে ১২ রান প্রয়োজন ছিল জোজির। হাতে ছিল মাত্র একটা উইকেট। এমন পরিস্থিতিতে যে কোনও দলের ব্যাটসম্যান স্নায়ুর চাপ রাখতে ব্যর্থ হন। কিন্তু নোনো পোঙ্গোলো জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ম্যাচের চূড়ান্ত ওভারের শেষ বলে ছক্কা হাঁকান তিনি। বল কোমরের উপরে থাকায় আম্পায়ার নো-বল ঘোষণা করেন। অর্থাত্ একটি অতিরিক্ত বল হাতে পান নোনো। সেই বলেও ওভারবাউন্ডারি মারেন তিনি। মাঠে থাকা দর্শক ও ক্রিকেটারদের নোনোর কাণ্ড হজম করতে বেশ কয়েক সেকেন্ড সময় লেগে যায়। তার পর কিংমেড স্টেডিয়াম নোনো বন্দনায় মেতে ওঠে। পর পর দুই বলে দুটো ছয়। তাও ওরকম পরিস্থিতিতে!

Read More