Home> খেলা
Advertisement

মেসির রেকর্ড, কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

শনিবার ওয়ান্দা মেত্রোপলিতানোর ফাইনালে ১৪ মিনিটে ফিলিপে কুটিনহোর বাড়ানো বলে সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩১ মিনিটে মেসির গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা।

 মেসির রেকর্ড, কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদন : সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা চতুর্থবার কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা। ফাইনালে জোড়া গোল করলেন লুই সুয়ারেজ। ফাইনালে গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এই নিয়ে ৩০ বার কোপা দেল রে ট্রফি ঘরে তুলল বার্সা।

শনিবার ওয়ান্দা মেত্রোপলিতানোর ফাইনালে ১৪ মিনিটে ফিলিপে কুটিনহোর বাড়ানো বলে সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩১ মিনিটে মেসির গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা। ৪০ মিনিটে সুয়ারেজের জোড়া গোলে স্কোরলাইন হয় ৩-০। বিরতির পর দুরন্ত গোল করেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রে ইনিয়েস্তা। ৬৯ মিনিটে স্পটকিক থেকে গোল করে সেভিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফিলিপে কুটিনহো।

সেভিয়াকে ৫-০ গোলে হারিয়ে কোপা দেল রে-র চ্যাম্পিয়ন হল বার্সা। ফাইনালে গোল করে এক রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। দ্বিতীয় ফুটবলার হিসেবে কোপা দেল রে-র পাঁচ ফাইনালেই গোল করলেন তিনি। এর আগে অ্যাটলেটিকো বিলবাওয়ের তেলমো সাররা ১৯৪০ থেকে ১৯৫০ সালের মধ্যে পাঁচটি কোপা দেল রে ফাইনালে ৮টি গোল করেছিলেন। মেসি পাঁচটি ফাইনালে মোট ৬টি গোল করলেন।  

আরও পড়ুন - বার্সেলোনার হয়ে 'শেষ ফাইনাল' খেললেন ইনিয়েস্তা!  

Read More