Home> খেলা
Advertisement

মরশুম শুরুর আগে স্পেনে যাবে এটিকে

গত মরশুমের মতো এবারও আইএসএল শুরুর আগে স্পেনে গিয়ে প্রিসিজন ক্যাম্প করবে অ্যাটলেটিকো দ্য কলকাতা। গতবার অ্যাটলেটিকো মাদ্রিদের ডেরায় গিয়ে তিন সপ্তাহ ছিলেন অর্ণব, বলজিত, লোবোরা। আবাসিক শিবির করেই দলকে গুছিয়ে নিয়েছিলেন হাবাস। প্রথম আইএসএলে এটিকের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ ছিল টুর্নামেন্ট শুরুর আগে থেকে দলের একসঙ্গে থাকা। দ্বিতীয়বারের আইএসএল শুরু হবে অক্টোবারের প্রথম সপ্তাহে। তার আগে তিন সপ্তাহ স্পেনে গিয়ে ট্রেনিং করবেন অর্ণব, নবিরা। অন্যদিকে জুনের শেষে কলকাতায় আসবেন এটিকে কোচ অ্যান্টোনিও হাবাস। কলকাতায় এসে ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জুলাইতে হতে চলা ফুটবলারদের ড্রাফটে অংশ নেবেন হাবাস। মার্কি ফুটবলার হিসেবে দিয়েগো ফোর্লানের সঙ্গে কথা হলেও চুক্তি পাকা হয়নি। কর্তাদের নজরে রয়েছেন হাভিয়ের সাভিয়োলা ও চেক প্রজাতন্ত্রের মিলান বারোস। তবে হাইপ্রোফাইল বিদেশি নেওয়া ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ।

মরশুম শুরুর আগে স্পেনে যাবে এটিকে

ওয়েব ডেস্ক: গত মরশুমের মতো এবারও আইএসএল শুরুর আগে স্পেনে গিয়ে প্রিসিজন ক্যাম্প করবে অ্যাটলেটিকো দ্য কলকাতা। গতবার অ্যাটলেটিকো মাদ্রিদের ডেরায় গিয়ে তিন সপ্তাহ ছিলেন অর্ণব, বলজিত, লোবোরা। আবাসিক শিবির করেই দলকে গুছিয়ে নিয়েছিলেন হাবাস। প্রথম আইএসএলে এটিকের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ ছিল টুর্নামেন্ট শুরুর আগে থেকে দলের একসঙ্গে থাকা। দ্বিতীয়বারের আইএসএল শুরু হবে অক্টোবারের প্রথম সপ্তাহে। তার আগে তিন সপ্তাহ স্পেনে গিয়ে ট্রেনিং করবেন অর্ণব, নবিরা। অন্যদিকে জুনের শেষে কলকাতায় আসবেন এটিকে কোচ অ্যান্টোনিও হাবাস। কলকাতায় এসে ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জুলাইতে হতে চলা ফুটবলারদের ড্রাফটে অংশ নেবেন হাবাস। মার্কি ফুটবলার হিসেবে দিয়েগো ফোর্লানের সঙ্গে কথা হলেও চুক্তি পাকা হয়নি। কর্তাদের নজরে রয়েছেন হাভিয়ের সাভিয়োলা ও চেক প্রজাতন্ত্রের মিলান বারোস। তবে হাইপ্রোফাইল বিদেশি নেওয়া ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ।

 

Read More