Home> খেলা
Advertisement

নতুন কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করল এটিকে-মোহনবাগান

সেই মিটিংয়েই চূড়ান্ত হতে পারে নতুন দলের নাম, লোগো আর জার্সি।

 নতুন কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করল এটিকে-মোহনবাগান

নিজস্ব প্রতিবেদন:  গাঁটছড়া আগেই বাঁধা হয়েছিল, এবার নতুন কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করে দিল এটিকে-মোহনবাগান। নতুন কোম্পানির নাম হতে চলেছে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড। মনে করা হচ্ছে কোম্পানি তৈরির প্রক্রিয়া শেষ হতে জুলাই মাস হয়ে যাবে।

তারপরই সম্ভবত বসবে প্রথম বোর্ড মিটিং। যে মিটিং এর দিকে তাকিয়ে অগণিত সবুজ-মেরুন সমর্থক। কেননা সেই মিটিংয়েই চূড়ান্ত হতে পারে নতুন দলের নাম, লোগো আর জার্সি। কোম্পানির নাম এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড হওয়ায়, ময়দানের জোর জল্পনা যে তাহলে কি আইএসএল-এ এটিকে-মোহনবাগান নামে খেলবে হাবাসের দল!!

fallbacks
নতুন দলের নাম চূড়ান্ত না হলেও, সূত্রের খবর এটিকে-মোহনবাগান নামে খেলার সম্ভাবনাই বেশি। নতুন বছরের শুরুতেই এটিকের সাথে হাত মেলায় মোহনবাগান। চলতি মরশুমে আইএসএলে খেলার পাশাপাশি এএফসি কাপ এর গ্রুপ লিগেও খেলবে নতুন দলটি।


আরও পড়ুন - অপেক্ষার অবসান; জুন মাসেই খুলবে মোহনবাগান ক্লাব তাঁবু, যেতে পারবেন সদস্য-সমর্থকরা

Read More