Home> খেলা
Advertisement

বেঙ্গালুরুর মিডফিল্ডার ইউজেনসন লিংডোকে তুলে নিয়ে চমক দিল এটিকে

 বেঙ্গালুরুর মিডফিল্ডার ইউজেনসন লিংডোকে তুলে নিয়ে চমক দিল এটিকে

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুর তারকা মিডফিল্ডার ইউজেনসন লিংডোকে তুলে নিয়ে চমক দিল এটিকে। আইজলের আই লিগ জয়ী দলের দুই সদস্য জয়েশ রানে আর সাইডব্যাক আশুতোষ মেহতাকেও নিয়েছে আইএসএলের কলকাতা দলটি। লিংডোর মতই অ্যাসলে ওয়েস্টউডের সঙ্গে রিইউনিয়ন হচ্ছে রবিন সিং আর শঙ্কর সাম্পিংরাজের। এই দুই ফুটবলারই বেঙ্গালুরুতে অ্যাসলের সঙ্গে ছিলেন।

আরও পড়ুন বিশ্বকাপ ফাইনালে মাত্র ৯ রানে হেরে গেল ভারতের মেয়েরা

ডিফেন্ডার অগাস্টিন ফার্নান্ডেজকেও নিয়েছে এটিকে। অভিজ্ঞ ডিফেন্ডার আনোয়ার আলিকে ড্রাফটে পিক করেন ওয়েস্টউড আর শেরিংহ্যাম। আগেই তারকা গোলকিপার দেবজিত মজুমদার আর প্রবীর দাসকে ধরে রেখেছিল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন-রা।

আরও পড়ুন  মুম্বইতে কেমন হল আইএসএলের ড্রাফট? জানুন

Read More