Home> খেলা
Advertisement

Ashes: Sunil Gavaskar, Sachin Tendulkar-এর কোন রেকর্ড ভাঙলেন Joe Root?

একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন জো রুট। 

Ashes: Sunil Gavaskar, Sachin Tendulkar-এর কোন রেকর্ড ভাঙলেন Joe Root?

নিজস্ব প্রতিবেদন: এ বার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) এবং সচিন তেন্ডুলকরকেও (Sachin Tendulkar) ছাপিয়ে গেলেন জো রুট (Joe Root)। চলতি অ্যাশেজে (Ashes) অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের তৃতীয় দিনের নজির গড়ে ফেললেন ইংল্যান্ডের অধিনায়ক। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করে 'লিটল মাস্টার' ও 'মাস্টার ব্লাস্টার'-এর রেকর্ড ভাঙলেন এই ডানহাতি ব্যাটার। এর আগে স্বদেশীয় মাইকেল ভনের (Michael Vaughan) রেকর্ড নিজের নামে করেছিলেন রুট। তবে এক বছরে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন তিনি। 

চলতি টেস্টের প্রথম ইন্নিংসে ৬২ রান করে আউট হন রুট। ফলে চলতি বছর ১৪টি টেস্টের ২৬ ইনিংসে রুট আপাতত থামলেন ১৬০৬ রানে। গড় ৬৪.২৪। সঙ্গে রয়েছে ৬টি শতরান ও ৩টি অর্ধ শতরান। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ২২৮ রান। ২০০২ সালে ভন ১৪টি টেস্টে ১৪৮১ রান করেছিলেন। এর আগে ১৯৭৯ সালে ১৮টি টেস্টে ১৫৫৫ রান করেছিলেন গাভাসকর। ২০১০ সালে ১৪টি টেস্ট খেলে ১৫৬২ রান করেছিলেন সচিন। ২০১২ সালে মাত্র ১১টি টেস্টে ১৫৯৫ রান করেছিলেন মাইকেল ক্লার্ক। সেই রেকর্ডও ভেঙে দিলেন রুট। 

আরও পড়ুন: Virat Kohli: ব্যাট হাতে ফের আগ্রাসী বিরাটকে দেখতে চাইছেন Sunil Gavaskar

আরও পড়ুন: ‘Leave it to BCCI’: বিরাট-সৌরভ বিতর্কে উত্তাল নেটদুনিয়া, দাদার পাশেই দাঁড়ালেন অনুগামীরা

চলতি অ্যাশেজের ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে রুট খালি হাতে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে ৮৯ রান করেছিলেন রুট। সেই ইনিংস খেলার পর অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ব্যাটার রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারের রেকর্ড ভেঙ্গেছিলেন তিনি। ২০০৫ সালে ১৫টি টেস্টে ১৫৪৪ রান করেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়ার বর্তমান কোচ ল্যাঙ্গার ২০০৪ সালে ১৪টি টেস্টে ১৪৮১ রান করেছিলেন। 

তবে এক বছরে টেস্টে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের মহম্মদ ইউসুফ। ২০০৬ সালে ১১টি টেস্টের ১৯টি ইনিংসে ১৭৮৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস। ১৯৭৬ সালে ১১টি টেস্টের ১৯টি ইনিংসে ১৭১০ রান করেছিলেন ভিভ। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। ২০০৮ সালে ১৫টি টেস্টের ২৫টি ইনিংসে ১৬৫৬ রান করেছিলেন স্মিথ। 

চলতি টেস্টের দ্বিতীয় ইনিংস ছাড়াও, ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টেও স্মিথকে টপকে যাওয়ার সুযোগ পাবেন রুট। ইংরেজ অধিনায়ক সেই সুযোগকে কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখার। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More