Home> খেলা
Advertisement

Exclusive| Arun Lal : কেন বাংলার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অরুণ লাল? জানতে পড়ুন

বাংলার নতুন হেড কোচ হিসেবে ভিন রাজ্যের একাধিক প্রাক্তনের সঙ্গে কথা বলেছে সিএবি। এমনকি শোনা যাচ্ছে আইপিএল-এর অন্যতম দল লখনউ সুপার জায়ান্টের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে একপ্রস্থ কথা বলেছিলেন কর্তারা। তবে এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি সিএবি।

Exclusive| Arun Lal : কেন বাংলার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অরুণ লাল? জানতে পড়ুন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশিত ভাবেই বাংলার (Bengal) হেড কোচের দায়িত্ব ছাড়লেন অরুণ লাল (Arun Lal)। বয়স ও ব্যক্তিগত কারণের জন্যই দায়িত্ব ছাড়লেন তিনি। তবে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া কোচ তাঁর বিদায়কে ব্যক্তিগত ও শারীরিক সমস্যা বলে দাবি করলেও, তাঁর সরে যাওয়ার নেপথ্যে আরও একটি কারণ আছে। সিনিয়র থেকে জুনিয়র একাধিক ক্রিকেটার 'ফাইটার লাল'-এর কোচিং নিয়ে প্রশ্ন তুলতেন। অরুণ লাল নাকি ইউ টিউবের মোটিভেশনাল ভিডিয়ো দেখে ক্রিকেটারদের উদ্দীপ্ত করার চেষ্টা করতেন! বঙ্গব্রিগেডের একাধিক ক্রিকেটারদের এমনই অভিযোগ ছিল। শোনা যাচ্ছে এমন মন্তব্য কানে আসার পর থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অরুণ। 

গত রঞ্জি মরসুম (Ranji Trophy 2022) শেষ হয়ে যাওয়ার পর থেকেই অরুণ লালের সরে যাওয়ার বিষয়ে কথা শোনা যাচ্ছিল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমি ফাইনালে হারের পর অরুণ লালের কোচিং ও স্ট্রাটেজি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছিল। এরপর কলকাতায় ফেরার পর তাঁর সঙ্গে কর্তারা 'রঞ্জি রিভিউ' নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় তিনি ছুটি কাটাতে পরিবারকে নিয়ে উত্তরাখণ্ডে চলে যান। আর ছুটি কাটিয়ে শহরে ফেরার পরেই মঙ্গলবার সিএবি-তে (CAB) গিয়ে সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) নিজের ইস্তফা পত্র দিয়ে এসেছেন বাংলার রঞ্জি জয়ী দলের এই সদস্য। তাঁর ইস্তফা গ্রহণ করে নিয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থা। 

তাঁর কোচিংয়ে পরপর দুই মরসুম রঞ্জির নক-আউট পর্ব খেলেছিল বঙ্গব্রিগেড। এহেন অরুণ লাল এ দিন জি ২৪ ঘণ্টাকে টেলিফোনে বলেন, "বয়স ছাড়াও পরিবার একটা বড় ফ্যাক্টর। এই বয়সে এসে টানা আট-নয় মাস ক্রিকেট নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই সিএবি-তে গিয়ে ইস্তফা পত্র জমা দিয়ে এলাম।" 

এমনকি নিজের ভবিষ্যৎ নিয়েই খোলামেলা মন্তব্য করলেন অরুণ লাল। তিনি যোগ করেন, "পেশাদার কোচিং ছাড়লেও মেন্টরসিপ করতে চাই। তাছাড়া সুযোগ পেলে আবার ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতে পারি।" 

বাংলার নতুন হেড কোচ হিসেবে ভিন রাজ্যের একাধিক প্রাক্তনের সঙ্গে কথা বলেছে সিএবি। এমনকি শোনা যাচ্ছে আইপিএল-এর অন্যতম দল লখনউ সুপার জায়ান্টের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে একপ্রস্থ কথা বলেছিলেন কর্তারা। তবে এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি সিএবি।

আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: কুঁচকির চোটের জন্য খেলছেন না বিরাট, জানালেন রোহিত

আরও পড়ুন: Rohit Sharma and Shikhar Dhawan: সচিন-সৌরভের কোন রেকর্ড ছুঁয়ে ফেলবেন 'হিটম্যান', 'গব্বর'? জেনে নিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More